হজের ইতিবাচক অভিজ্ঞতা কল্পনাও করতে পারেননি সানিয়া

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৪, ১৪:০৭
শেয়ার :
হজের ইতিবাচক অভিজ্ঞতা কল্পনাও করতে পারেননি সানিয়া

মাসখানেক আগেই হজ পালন করার ঘোষণা দিয়েছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। সম্প্রতি হজ পালন শেষ করে সেই অভিজ্ঞতাও বর্ণনা করেছেন এই তারকা। 

গতকাল রবিবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফ এবং মসজিদ-ই-নববীর বেশ কিছু ছবি শেয়ার করেছেন সানিয়া। হ্যাশট্যাগ হজ দিয়ে পোস্টের ক্যাপশনে সানিয়া লেখেন, ‘জীবনের সেরা যাত্রা হিসেবে উল্লেখ করলেও এটিকে হালকাভাবে বলা হয়ে যায়। এটি আমার আমার শরীর এবং আত্মার জন্য এমন একটি অভিজ্ঞতা ছিল যা আমি কল্পনাও করতে পারিনি। কোটি কোটিবার আলহামদুলিল্লাহ এবং সুবহানআল্লাহ।’

পোস্টে সানিয়া ১০টি ছবি যুক্ত করেন। কালো রঙের গিলাফে হাত রেখে ছবির সূচনা করেন সাবেক এই টেনিস তারকা। ছবিতে দেখানো হয়েছে মক্কা গ্র্যান্ড মসজিদের পুরো প্রাঙ্গণ। এ সময় সানিয়া তার বাবা ইমরান মির্জা ও বোন আনাম মির্জার সঙ্গেও ছবি শেয়ার করেন। 

হজে যাওয়ার আগে সানিয়া বলেছিলেন, ‘আমি যেহেতু একটি পরিবর্তনমূলক অভিজ্ঞতা (হজ) নিতে যাচ্ছি, আমি সবার কাছে বিনীতভাবে আমার ভুলত্রুটির জন্য ক্ষমা চাইছি।’ সানিয়া আরও আশা প্রকাশ করেছেন যে আল্লাহ তার সকল প্রার্থনা কবুল করবেন এবং তাকে বরকতময় পথে পরিচালিত করবেন।’

সানিয়া আরও লেখেন, ‘আমি দারুণ সৌভাগ্যবান ও অপরিসীম কৃতজ্ঞ বোধ করছি। দয়া করে আমাকে জীবনের এই যাত্রায় আপনার ভাবনায় রাখবেন এবং প্রার্থনা করবেন। আমি আশা করি, আরও নম্র হৃদয় ও শক্তিশালী ইমানের একজন ভালো মানুষ হয়ে ফিরে আসব।’

এরই মধ্যে পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন সানিয়া। তবে টেনিসের মধ্যেই আছেন। সম্প্রতি কাজ করেছেন ফ্রেঞ্চ ওপেনে, একজন বিশ্লেষক হিসেবে। কয়েকমাস আগেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সানিয়ার। ইজহান মির্জা মালিক নামে এক সন্তান আছে শোয়েব-সানিয়ার।