বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান দলকে কড়া বার্তা গিলেস্পির
আগামী মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আগস্টের ২১ থেকে ২৫ তারিখ হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে আগামী ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর। সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ জেসন গিলেস্পি। পাকিস্তানের লাল বলের এই কোচ প্রথমেই জোর দিয়েছেন ফিটনেসের ওপর। প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে এই কথাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই বোলার।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেসের বিকল্প নেই উল্লেখ করে গিলেস্পি জানিয়েছেন, ফিটনেস নিয়ে কোনো অজুহাত দেওয়া চলবে না। গিলেস্পি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ফিট থাকতে হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সবার ফিটনেসের গুরুত্ব সম্পর্কে জানা উচিত। এটা কোনো খেলোয়াড়ের প্রধান বৈশিষ্ট্য।’
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বড় একটি বদনাম হলো, তারা অধারাবাহিক। তাই ফিটনেস ছাড়াও এই ধারাবাহিকতার ওপর বিশেষ গুরুত্ব গিয়েছেন গিলেস্পি। তুলে এনেছেন পাকিস্তানের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের কথাও।
গিলেস্পি বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে হেরেছে কিন্তু ভালো খেলেছে। সিরিজে এমন সময়ও ছিল যেখানে প্রতিপক্ষের ওপর প্রভাব রেখেছে তারা। পাকিস্তান দল প্রচুর প্রতিভাবান কিন্তু পারফরম্যান্সের ধারাবাহিকতা তাদের মুল সমস্যা। আমরা দেখব কীভাবে পারফরম্যান্সে ধারাবাহিকতা আনা যায়।’
এছাড়া ফিল্ডিংয়েও পাকিস্তানের দুর্বলতা সবার জানা। গিলেস্পি এই ব্যাপারটি নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন, ‘আমার মনোযোগ লাল বলের ক্রিকেটে। আমি পাকিস্তান শাহিনসকে (পাকিস্তান ‘এ’ দল) নিয়েও অস্ট্রেলিয়া সফর করব। আমি জেফ লসন ও শন টেইটের (পাকিস্তানের সাবেক বোলিং কোচ) সঙ্গেও পাকিস্তানের ক্রিকেট দলের ব্যাপারে কথা বলেছি। সবারই একই মত যে ফিল্ডিং পাকিস্তানের দুর্বল দিক, তাই এটা আমার প্রাধান্যের বিষয় হবে। আমার ক্ষেত্রে লক্ষ্য এটাই হবে যে আমরা বড় প্রতিপক্ষের বিপক্ষে কীভাবে খেলি।’