২ উইকেট নিয়েও ক্যান্ডিকে জেতাতে পারলেন না শরিফুল

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ১৯:৪২
শেয়ার :
২ উইকেট নিয়েও ক্যান্ডিকে জেতাতে পারলেন না শরিফুল

বল হাতে মন্দ করেননি বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। নিয়েছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। তাতেও নিজ দল ক্যান্ডি ফ্যালকনসকে জেতাতে পারেননি শরিফুল ইসলাম। লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডিকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে গলে মারভেলস। 

ডাম্বুলায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ক্যান্ডি। শুরুর দিকের ব্যাটারদের মধ্যে ওপেনার আন্দ্রে ফ্লেচারই কেবল রান পেয়েছেন। ওপেনিংয়ে নেমে ৩৬ বলে ৫০ রান করেন এই ক্যারিবীয় ব্যাটার। আরেক ওপেনার দিনেশ চান্দিমাল ১ রানে আর তিনে নামা মোহাম্মদ হারিস ও পাঁচে নামা পবন রত্নায়েকে আউট হয়েছেন কোনো রান না করেই। রান পাননি কামিন্দু মেন্ডিসও। ছয়ে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৭ বলে ২৫ রান করে দলের বোঝাই বাড়ান কেবল। 

ক্যান্ডি ১৭৫ রানের লড়াকু সংগ্রহ গড়ে মূলত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাটে। সাত নম্বরে নেমে ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার। দুর্দান্ত এই ইনিংস খেলার পথে ৭টি চারের পাশাপাশি ৩টি ছক্কা মারেন তিনি। 

জবাব দিতে নেমে ১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটের সহজ জয় তুলে নয়ে গলে। তিন নম্বরে নেমে ৪৯ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন টিম সেইফার্ট। ১৯ বলে ৩৮ রান করে কাজ সহজ করে দেন ওপেনার অ্যালেক্স হেলসও। মূলত, এই দুজনের ইনিংসের ওপর ভর করেই সহজে জয়ের তীরে ভেড়ে গলে। 

আগের ম্যাচের মতো এদিনও ক্যান্ডির হয়ে প্রথম উইকেট নেন শরিফুল। গলের ওপেনার নিরোশান দিকভেলাকে ফ্লেচারের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। গলের তৃতীয় উইকেটও নেন শরিফুল। ভানুকা রাজাপাকসেকে সরাসরি বোল্ড করেন বাঁহাতি এই পেসার। তবে দলের অন্য বোলাররা সুবিধা করতে না পারায় গলেকে আটকাতে পারেনি ক্যান্ডি।