তুর্কি তারকাকে নিষিদ্ধ করায় উয়েফাকে ধুয়ে দিলেন বাস্তেন
এবারের ইউরোতে দারুণ চমক দেখিয়েছে তুরস্ক। গ্রুপপর্বে দারুণ খেলে শেষ ষোলোতে জায়গা করে নেয় দলটি। শেষ ষোলোতে শক্তিশালী অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে দলটি পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। এই পর্বে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে এগিয়ে থেকেও হেরে যায় ২-১ ব্যবধানে।
ডাচদের বিপক্ষে খেলতে পারেননি দলের অন্যতম তারকা মেরিহ দেমিরাল। অস্ট্রিয়াকে হারানোর পেছনে জোড়া গোল দিয়ে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন তিনিই। ডাচদের বিপক্ষে দেমিরাল খেলতে পারেননি নিষিদ্ধ হওয়ার কারণে।
অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় গোল দিয়ে ওপরে দুই হাত তুলে আঙুল দিয়ে বিশেষ চিহ্ন বানিয়ে উদযাপন করেন দেমিরাল। যেটি তুরস্কের উগ্র ডানপন্থী সংগঠন উলকু ওকাক্লারির (গ্রে উলভস নামে পরিচিত তারা) সমর্থকরা করে থাকেন। এই উদযাপন করার জন্য দেমিরালের বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দিয়েছিল উয়েফা। পরে নিষিদ্ধ করা হয় দুই ম্যাচের জন্য। শাস্তির প্রথম ম্যাচটা ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে।
তুরস্কের পারফরম্যান্স ছাপিয়ে এবার বেশি আলোচনা হয়েছে দেমিরালের উদযাপন নিয়ে। এমনকি স্বাগতিক জার্মানির সঙ্গে কূটনৈতিক বিরোধও দেখা গেছে তুরস্কের। বিষয়টি নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানও। দুই দেশের রাষ্ট্রদূত তলব করার ঘটনাও ঘটেছে।
দেমিরালকে নিষিদ্ধ করা নিয়ে কথা বলেছেন ফুটবলের অনেক কিংবদন্তিও। ডাচ তথা ফুটবলের কিংবদন্তি মার্কো ভ্যান বাস্তেন এই ইস্যুতে ধুয়ে দিয়েছেন ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফাকে। দেমিরাল শাস্তির প্রাপ্য হলে সেটি উয়েফা নয়, তুরস্কের দেওয়ার কথা বলেই মনে করেন বাস্তেন।
ক্ষুব্ধ হয়ে ডাচ এই কিংবদন্তি বলেন, ‘তুরস্ক যদি মনে করে এই আচরণটি (দেমিরালের উদযাপন) ভুল মনে করে, তাহলে শাস্তি কি তাদেরই আরোপ করা উচিত না? ‘‘এমন করা যাবে না’’ এটা বলার উয়েফা কে? এবার খেলার মধ্যে রাজনীতি ঢোকানোর অনুমতি আছে এবং একজন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হলো। তাহলে তারা (উয়েফা) কি রাজনীতি করছে না? এসব খুবই অদ্ভূত ব্যাপার, ফুটবলে মনোনিবেশ করুন।’