কামরান-শোয়েবে ভর করে ভারতকে হারিয়ে দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ১৬:৫৯
শেয়ার :
কামরান-শোয়েবে ভর করে ভারতকে হারিয়ে দিল পাকিস্তান

বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ডে চলছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’। টুর্নামেন্টের অষ্টম ম্যাচে এজবাস্টনে আজ মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। তবে জাতীয় দল ভারতকে হারাতে না পারলেও হারিয়ে দিয়েছে পাকিস্তানের বুড়োরা। 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৩ রানের পাহাড়সম স্কোর গড়ে পাকিস্তান। জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারানো ভারত থামে ১৭৫ রানে। 

পাকিস্তানের পাহাড়সম স্কোর গড়ার পেছনে সবচেয়ে বড় অবদান দলটির দুই ওপেনার কামরান আকমল ও শারজিল খানের। ওপেনিংয়েই দুজনে তোলেন ১৪৫ রান। ৩০ বলে ৭২ রান করেন শারজিল। আর কামরানের ব্যাট থেকে ৪০ বলে আসে ৭৭ রান। এছাড়া ২৬ বলে ৫১ রান করেন শোয়েব মাকসুদ। শহীদ আফ্রিদি এদিন ‘গোল্ডেন ডাক’ মারলেও ১৮ বলে ২৫ রান করেছেন শোয়েব মালিক। 

ভারতের হয়ে রবিন উথাপ্পা ১২ বলে ২২ রান করে ভালো শুরুর ইঙ্গিত দেন। তিনি আউট হলেও ভারতকে ম্যাচে রাখেন সুরেশ রায়না ও আম্বাতি রাইডু। তবে শোয়েব মালিকের আঘাতে ৩৯ রান করা রাইডু ফিরলে ভারতের ইনিংস ধসে পড়ে। ইরফান পাঠান, পাওয়ান নেগিরা রান করতে পারেননি। শেষ পর্যন্ত ১৭৫ রানেই থামে ভারত। 

পাকিস্তানের হয়ে ৩৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন স্পিনার শোয়েব মালিক। এছাড়া পেসার ওয়াহাব রিয়াজও ৩ উইকেট নেন। এজন্য তিনি খরচ করেন মাত্র ২২ রান।