ব্রাজিলকে বিদায় জানাতে পারেন কয়েকজন ফুটবলার

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ১৬:৩৭
শেয়ার :
ব্রাজিলকে বিদায় জানাতে পারেন কয়েকজন ফুটবলার

ফুটবলে বড় টুর্নামেন্টে আরও একবার হৃদয় ভাঙল ব্রাজিলের। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে দলটি উঠেছিল ফাইনালে। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হার দেখেন নেইমার জুনিয়র-ভিনিসিউস জুনিয়ররা। পরের বছরের কাতার বিশ্বকাপে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। এবারের কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৫৫ হাজার দর্শকের সামনে উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিল কোয়ার্টার ফাইনাল থেকে। 

ব্রাজিল ফুটবলের ওপর সমর্থকদের প্রত্যাশার চাপ অনেক বেশি। কিন্তু সেই অনুপাতে ফল আসছে না। এই চাপ অনুভব করছেন ব্রাজিলের ফুটবলাররাও। দলটির ডিফেন্ডার দানিলো সেই কথাই স্বীকার করে নিলেন। এই চাপে পড়ে দলের কিছু সিনিয়র ফুটবলার অবসর নিয়ে নিতে পারেন বলেও জানিয়েছেন জুভেন্টাসে খেলা এই তারকা। খবর স্প্যানিশ ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র। 

ব্রাজিল দলে দানিলোর বয়স ৩২, গোলরক্ষক আলিসন বেকারের ৩১ ও মারকিনিওসের ৩০। নতুন খেলোয়াড়দের প্রশংসা করলেও অতিরিক্ত চাপ ও অধিক প্রত্যাশা মেটানোর দায়বদ্ধতার কারণে অনেক সিনিয়র খেলোয়াড়ই ব্রাজিল দল থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন।  

দানিলো বলেন, ‘আমি জানি না কী হতে যাচ্ছে। এটা (সরে দাঁড়ানো) এখনই বলা কঠিন কারণ আমরা লড়াই করছি। আমরা দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছি। আমাদের দলটি তরুণ যারা দেখাচ্ছেন দলটির ভবিষ্যৎ ভালো। কিন্তু তাদের নিয়ে আমাদের ধৈর্য কম, আসলে পুরো দল নিয়েই।’

ব্রাজিল দলের ভবিষ্যৎ ভালো উল্লেখ করে দানিলো বলেন, ‘বড় কিছু ভাবার জন্য (ব্রাজিল দলে) অনেক প্রতিভা আছে, পেশাদারিত্ব ও নিবেদন আছে। আজ আমোদের আরও বেশি কার্যকরী হওয়া উচিত ছিল কিন্তু ম্যাচ খুবই ভারসাম্যপূর্ণ ছিল। এটা সত্য যে কোনো সান্ত্বনা পুরস্কার নেই কিন্তু ভবিষ্যৎ আছে।’