ইউরো কাপ ২০২৪ /

শেষ চারে কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ১০:২৬
শেয়ার :
শেষ চারে কে কার মুখোমুখি

তুরস্ককে হারিয়ে শেষ দল হিসেবে চলতি ইউরোর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। এতে চূড়ান্ত হয়ে গেছে শেষ চারের লাইন-আপ। সেমিফাইনালে উঠেছে- ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। জার্মানির মিউনিখে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

এরপর বুধবার শেষ চারের আরেক ম্যাচে লড়বে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ডর্টমুন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

উল্লেখ্য, বার্লিনে ১৪ জুলাই হবে ফাইনাল। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

ইউরো ২০২৪ এর সেমিফাইনালের সূচি: