শ্রীলংকার লিগে শরিফুলদের বিপক্ষে তাসকিনদের জয়

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৪, ১৯:৩৬
শেয়ার :
শ্রীলংকার লিগে শরিফুলদের বিপক্ষে তাসকিনদের জয়

শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএলে এবার বাংলাদেশ থেকে খেলতে গেছেন তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। এর মধ্যে আজই লিগটিতে প্রথমবারের মতো খেলতে নেমেছেন তাসকিন। তবে হতাশ হতে হয়নি বাংলাদেশের এই পেসারকে। শরিফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানের জয় পেয়েছে তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স। 

ডাম্বুলায় প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রানের বিশাল সংগ্রহ গড়ে কলম্বো। দলটির হয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৭০ রান করেন কিউই তারকা গ্লেন ফিলিপস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে অ্যাঞ্জেলো পেরেরার ব্যাটে। কলম্বোর হয়ে এদিন ব্যাট করতে হয়েছে তাসকিনকেও। তবে মন্দ করেননি। ৩ বল মোকাবেলায় ১টি ছক্কা মেরে ৭ রান করে আউট হয়েছেন। 

কলম্বোর প্রথম উইকেটটি শিকার করেছেন ক্যান্ডির বাংলাদেশি বোলার শরিফুল। রাহমানুল্লাহ গুরবাজকে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন এই পেসার। পরে কলম্বোর আটে নামা ব্যাটার চামিকা করুনারত্নেকেও ফেরান এই বাঁহাতি। ২ উইকেট নিলেও বল হাতে বেশ খরুচে ছিলেন শরিফুল। ৪ ওভারের কোটা পূর্ণ করে ৪৩ রান দেন তিনি। 

বোলিংয়ে কলম্বোর হয়ে প্রথম উইকেট নেন তাসকিনও। দিনেশ চান্দিমালকে সরাসরি বোল্ড করেন এই ডানহাতি পেসার। প্রথমদিকে ২ ওভার করার পর তাসকিনকে দিয়ে শেষের দিকে ২ ওভার করান কলম্বোর অধিনায়ক থিসারা পেরেরা। নিজের করা শেষ ওভারে ১২ রান দিলেও সবমিলিয়ে বোলিং খারাপ করেননি তাসকিন। ৪ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। 

কলম্বোর জয়ের নায়ক মূলত মাথিশা পাথিরানা। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। এর মধ্যে এক ওভারেই ৩ উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন তিনি। শেষ বলে ৩ রান দরকার ছিল ক্যান্ডির। তবে পেরেরার ইয়র্কারে আর পেরে উঠেননি স্ট্রাইকে থাকা ম্যাথিউস। ২ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন কলম্বোর অধিনায়ক। ক্যান্ডির হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন দলটির পাকিস্তানি তারকা মোহাম্মদ হারিস।