ভিনিসিউস নিষিদ্ধ, ব্রাজিলের বদলি তারকার নাম জানালেন কোচ
কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। সেই ম্যাচে একটি হলুদ কার্ডও দেখেন দলের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র। এর আগে, গ্রুপপর্বে আরও একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ হয়েছেন তিনি। আগামীকাল সকাল সাতটায় এই পর্বে ব্রাজিল খেলবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। ভিনিসিউসের বদলে এই ম্যাচের একাদশে খেলবেন তরুণ তারকা এনদ্রিক।
লাস ভেগাসে কোয়ার্টার ফাইনালে নামার আগে এই তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। গ্রুপপর্বের তিন ম্যাচেই দেখা গেছে ১৭ বছরের এনদ্রিককে। তবে সবগুলোতেই নেমেছেন বদলি হিসেবে।
দরিভাল জুনিয়র বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারিয়েছি কিন্তু আরেক তরুণকে পাচ্ছি যে সুযোগের অপেক্ষায় আছে। হয়তো এটা এনদ্রিকের নিজের প্রতিভা দেখানোর সময়।’
এনদ্রিকের প্রশংসা করে ব্রাজিল কোচ আরও বলেন, ‘এনদ্রিক শুধু নম্বর নাইনেই স্থির থাকে না, বিভিন্ন জায়গায় ওঠানামা করে খেলতে পছন্দ করে। সে এমন একজন খেলোয়াড় যে পিচের বিভিন্ন জায়গায় ছুটে যায়।’
ভিনিসিয়ুসের না থাকায় ব্রাজিল দুর্বল হয়ে যাবে না বলে মনে করেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসাও। তিনি বলেন, ‘আচ্ছা, আমি বিশ্বাস করি না এটা (ভিনিসিউসের না থাক) খুব একটা প্রভাব ফেলবে। ব্রাজিল এমন একটা দেশ, যাদের ডানে-বামে অনেক উইঙ্গার আছে। এখন বিশ্বের সেরা সব দলে খেলে এবং উঁচু জায়গায় পারফর্ম করে। তাই, ভিনিসিউসের জায়গায় যে-ই খেলুক, তাকে থামানো আমাদের জন্য সহজ কিছু হবে না।’
এবারের কোপায় গ্রুপ ‘সি’তে শীর্ষে থেকেই কোয়ার্টারে পৌঁছেছে উরুগুয়ে। ৩ ম্যাচের সবকয়টিতেই পেয়েছে জয়। অন্যদিকে, গ্রুপপর্বের একটি ম্যাচে জয় পেলেও দুই ম্যাচে ড্র করে কোয়ার্টারে এসেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে যারা জিতবে সেমিফাইনালে আগামী ১০ জুলাই তারা কলম্বিয়া বা পানামার মুখোমুখি হবে।
সবমিলিয়ে কোপা জয়ে ব্রাজিলের থেকে অনেক এগিয়ে লুইস সুয়ারেজদের উরুগুয়ে। দলটি এখনো পর্যন্ত কোপার শিরোপা জিতেছে ১৫টি। বিপরীতে ব্রাজিল জিতেছে মোট ৯ বার। যদিও ব্রাজিলের এই ৯ শিরোপার ৩টিই এসেছে একুশ শতকে।