রেকর্ড ম্যাচ খেলা ভার্টোনেন বেলজিয়ামকে বিদায় জানালেন

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৪, ০৯:০১
শেয়ার :
রেকর্ড ম্যাচ খেলা ভার্টোনেন বেলজিয়ামকে বিদায় জানালেন

ইয়ান ভার্টোনেন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন বেলজিয়ান ফুটবলের সোনালী প্রজন্মের সদস্য এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার ইয়ান ভার্টোনেন। চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে নিজ দলের ব্যর্থতার পর এই সিদ্ধান্ত নিলেন এই ডিফেন্ডার।

শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে জাতীয় দলের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ৩৭ বছর বয়সী ভার্টোনেন। দীর্ঘ এই সময়ে বেলজিয়ামের হয়ে ১৫৭ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। দলটির জার্সি গায়ে দেড়শ ম্যাচও খেলতে পারেননি কেউ। তিনি বেলজিয়ামের হয়ে ১০ গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্টও করেছেন।

এবারের ইউরোদে শেষ ষোলোয় ফ্রান্সের বিপক্ষে বড় অঘটন ঘটান ভার্টোনেন। ম্যাচের শেষ দিকে তার আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হেরে বিদায় নেয় বেলজিয়াম। ইউরোর গত দুই আসরেও দলটির প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

এর আগে ২০০৭ সালে ২০ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু হয় ভার্টোনেনের। যেখানে দেশকে কয়েকটি ম্যাচে নেতৃত্বও দেন ভার্টোনেন। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলা বেলজিয়াম দলের সদস্য ছিলেন তিনি। চার বছর পর রাশিয়ায় সেমিফাইনালে ওঠা দলেও ছিলেন এই ডিফেন্ডার।

২০২২ সালে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বেলজিয়াম। ওই আসরেও দলটির প্রতিনিধিত্ব করেন তিনি। এবার জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ইতি টেনে দিলেন এই ফুটবলার।