১৫ বছরেও রোহিতের এমন রূপ দেখেননি কোহলি
২০১৭ সালে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল; সবকয়টি ম্যাচেই হৃদয় ভেঙেছে ভারতের। অবশেষে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্ষত সারলো মেন ইন ব্লুরা। স্বাভাবিকভাবেই শিরোপা জিতে আনন্দে আত্মহারা ছিলেন ভারতের ক্রিকেটাররা। শক্ত মনের অধিকারী হিসেবে পরিচিত অধিনায়ক রোহিত শর্মাও ভেসেছেন আবেগে।
রোহিতের এই আবেগ টের পেয়েছেন দলের সেরা ক্রিকেটার বিরাট কোহলিও। রোহিতের আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বও করেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শেষে কোহলিকে জড়িয়ে ধরে বেশ আবেগি হয়ে পড়েছিলেন রোহিত। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দর্শকদের সামনে এই কথা বলেছেন কোহলি।
রোহিতকে নিয়ে কোহলি বলেন, ‘গত ১৫ বছরের মধ্যে এই প্রথম আমি রোহিতকে এত আবেগ দেখাতে দেখলাম। যখন আমরা (বার্বাডোজের কেনসিংটন ওভালে) সিঁড়িতে উঠেছিলাম, তখন সে কাঁদছিল এবং আমিও কাঁদছিলাম।’
২০১১ সালে এই ওয়াংখেড়েতেই ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই মাঠেই আবার বিশ্বকাপ ট্রফি আনতে পেরে উচ্ছ্বসিত কোহলি, ‘আমার মনে হয় গত ১৫ বছরে আমরা (রোহিত এবং আমি) ভালোভাবেই ভারতের বোঝা বহন করেছি এবং এটি (ট্রফি) এখানে (ওয়াংখেড়ে) আনার চেয়ে আর ভালো কিছু হতে পারে না।’
২০১১ সালে বিশ্বকাপ জিতে অশ্রুসিক্ত হয়েছিলেন শচীন টেন্ডুলকার, হরভজন সিং ও যুবরাজ সিংরা। তখন কোহলি ছিলেন তরুণ খেলোয়াড়। সেই আবেগটা তখন না বুঝলেও এখন বোঝেন কোহলি, ‘সেই রাতে সিনিয়র ক্রিকেটাররা যারা কান্না করেছিলেন তাদের আবেগটা ধরতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি।’