মাটি খেতে কেমন লাগে, রোহিতকে মোদির প্রশ্ন

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৪, ১৪:২৪
শেয়ার :
মাটি খেতে কেমন লাগে, রোহিতকে মোদির প্রশ্ন

১১ বছর পর আইসিসির কোনো ট্রফি, ১৩ পর বিশ্বকাপ, ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের। স্বাভাবিকভাবেই উদযাপনে ভারতীয় দলের ক্রিকেটাররা ছিলেন বাঁধনহারা। উদযাপনের অংশ হিসেবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা তো খেয়ে ফেলেছিলেন বার্বাডোজের কেনসিংটন ওভাল মাঠের বালুই।

আইসিসির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, কেনসিংটন ওভালের যেই পিচে খেলা হয়েছে, সেখান থেকে একটু বালু নিয়ে মুখে দিচ্ছেন রোহিত। ভারত অধিনায়কের এমন উদযাপনই বলে দেয় শিরোপা জিততে কত মরিয়া ছিলেন তারা। বিষয়টি দৃষ্টি এড়ায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। রোহিতকে কাছে পেতেই জিজ্ঞেস করলেন সেটি নিয়ে। 

বার্বডোসে শিরোপা জয়ের তিনদিন পর গতকাল ভারতে পৌঁছেছেন রোহিত শর্মারা। দিল্লিতে নেমেই ভারত দল মোদির সঙ্গে তার বাসভবনে দেখা করে। সেখানে ভারতীয় দলের সম্মানে সকালের খাবার আয়োজন করেন মোদি। মেতে ওঠেন খেলোয়াড়দের সঙ্গে বিভিন্ন আলাপচারিতায়। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, মোদি নাকি রোহিতকে জিজ্ঞেস করেন, ‘মাটি খেতে কেমন লাগে?’ যদিও রোহিত কী উত্তর দিয়েছেন সেটি সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি প্রতিবেদনে। 

টুর্নামেন্টজুড়ে ব্যর্থ হলেও ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালের আগে কোহলির মনের অবস্থা সম্পর্কেও জানতে চান মোদি। এছাড়া ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে উপরে এসে ব্যাট করার অনুভূতি জানতে চান অক্ষর প্যাটেলের কাছে। এছাড়া ম্যাচের শেষ চার ওভারে নিজেদের চিন্তাভাবনা কেমন ছিল সেই ব্যাপারে জিজ্ঞেস করেন জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে।