বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আসন্ন দুই টেস্টের সিরিজের সূচি গতকালই সূত্রের বরাত দিয়ে প্রকাশ করেছিল পাকিস্তানি গণমাধ্যমগুলো। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিল, কবে হচ্ছে এই দুই ম্যাচ।
গতকালের প্রতিবেদনের তারিখ অনুযায়ীই ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ, আগামী ২১ থেকে ২৫ আগস্ট হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে আগামী ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর। যদিও গতকালের প্রতিবেদনে ভেন্যু সম্পর্কে কিছু জানা যায়নি। পিসিবি জানিয়েছে, প্রথম টেস্টটি হবে রাওয়ালপিন্ডিতে আর দ্বিতীয় টেস্টটি করাচিতে।
২ ম্যাচের এই টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এর অন্তর্ভুক্ত। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, লাহোরের বিখ্যাত গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের কোনো ম্যাচ হবে না। মূলত, স্টেডিয়ামটির সংস্কারকার্য চলায় এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ফলে মুলতান, করাচি বা রাওয়ালপিন্ডির মধ্যে যেকোনো দুই জায়গাকেই ভেন্যু হিসেবে বেছে নিতে হতো।
এখনো পর্যন্ত ১৩ বার টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুটা হয়েছিল ২০০১ সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এখনো জিততে পারেনি বাংলাদেশ। ১৩ ম্যাচের ১২টিতেই হেরেছে টাইগাররা, ড্র হয়েছে একটি ম্যাচ। সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ।