ইউনাইটেডে আরও ২ বছর থাকছেন টেন হাগ

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৪, ১৮:৪২
শেয়ার :
ইউনাইটেডে আরও ২ বছর থাকছেন টেন হাগ

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বাজে পারফরম্যান্সের পর ছাঁটাই হওয়ার শঙ্কায় ছিলেন এরিক টেন হাগ। তবে সবকিছু পেছনে ফেলে এই ডাচ কোচ আরও ২ বছর ইউনাইটেডে থাকছেন। আজ বৃহস্পতিবার ক্লাব এই তথ্য জানায়। 

২০২৬ সালের জুন পর্যন্ত ইউনাইটেডে থাকছেন টেন হাগ। চুক্তির পর উচ্ছ্বসিত টেন হাগ বলেন, ‘ক্লাবের সঙ্গে কাজ চালিয়ে নেওয়ার চুক্তি করতে পেরে আমি খুব খুশি। গত ২ বছরের হিসাব করলে, আমরা গর্বের সঙ্গে দেখতে পারি, আমার (ইউনাইটেডে) যোগ দেওয়ার পর থেকে আমরা ২টি শিরোপা জিতেছি এবং অনেক উন্নতি করেছি।’

তবে উন্নতির আরও জায়গা দেখেন টেন হাগ, ‘যদিও আমাদের আরও স্পষ্ট হওয়া উচিত যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাশা পূরণ করতে, অর্থাৎ ইংলিশ ও ইউরোপিয়ান শিরোপা জিততে আমাদের সামনে আরও কঠোর পরিশ্রম করতে হবে। ক্লাবের সঙ্গে আলোচনা করে আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবার দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ একতা খুঁজে পেয়েছি এবং আমরা সবাই একসঙ্গে সেই পথে চলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’

২০২২ সালে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন টেন হাগ। ২০২৫ সাল পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চু্ক্তি ছিল তার। এরপর ৫৪ বছর বয়সী এই কোচের মেয়াদ আরও ১ বছর বাড়াল ইউনাইটেড। এ বছর ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ জেতার আগে চাকরি হারানোর মারাত্মক শঙ্কায় ছিলেন টেন হাগ।