ভারতের বিশ্বকাপ ট্রফি ছুঁলেন না মোদি

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৪, ১৭:৪৭
শেয়ার :
ভারতের বিশ্বকাপ ট্রফি ছুঁলেন না মোদি

১১ বছরের শিরোপাখরা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শেষে আজ দেশে ফিরেছে দলটি। যদিও ক্যারিবিয়ান অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ফাইনালেরও তিনদিন পর দেশে ফিরতে হয়েছে রোহিতদের। আজ সকাল ভোর ৬টায় দিল্লিতে অবতরণ করেছে ভারত দলের ফ্লাইট। পরে সকাল ১১টার দিকে নরেন্দ্র মোদির সঙ্গে তার বাসভবনে দেখা করে ভারত দল। 

মোদির সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে ছবি তোলেন রোহিত-রাহুল দ্রাবিড়রা। এখানে দেখা গেছে এক দারুণ একটি বিষয়। বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখেননি প্রধানমন্ত্রী মোদি। ছবি তোলার সময় ট্রফি হাতে দুইপাশে থাকা রোহিত ও দ্রাবিড়ের হাত ধরেন মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদির এই আচরণ ভাইরাল হয়েছে।

একটি অলিখিত নিয়ম আছে, ট্রফি বা মেডেল জেতে কোনো দল বা ব্যক্তি। সেই ট্রফি বা মেডেল ছুঁয়ে দেখার অধিকার কেবল তাদেরই। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছেন মোদি। 

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মুম্বাইয়ের উদ্দেশে দিল্লি ছাড়ে ভারত ক্রিকেট দল। সেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করার কথা তাদের। শহরটিতে খোলা বাসে তাদের সংবর্ধনাও দেওয়া হবে।