মোস্তাফিজের দারুণ বোলিংয়েও হারল দল

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৪, ১৯:৩৯
শেয়ার :
মোস্তাফিজের দারুণ বোলিংয়েও হারল দল

লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুরুটা ভালো করতে পারল না মোস্তাফিজুর রহমান এবং তাওহীদ হৃদয়ের দল ডাম্বুলা সিক্সার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে হারের পর আজকে দলটি হেরে গেছে জাফনা কিংসের বিপক্ষে। 

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ডাম্বুলার একাদশে ছিলেন ডাম্বুলার দুই বাংলাদেশি ক্রিকেটার তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। আগের ম্যাচে হৃদয় ব্যাট হাতে ও মোস্তাফিজ বল হাতে চরম ব্যর্থ ছিলেন। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়েরই সুযোগ পাননি তাওহিদ। তবে, দারুণ বল করেছেন মোস্তাফিজ। তবে ২ উইকেট নিয়েও দলকে জয় এনে দিতে পারেননি তিনি। জাফনার কাছে মোস্তাফিজদের ডাম্বুলা হেরে গেছে ৪ উইকেটে। 

আজ পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৯১ রানের বিশাল সংগ্রহ গড়ে ডাম্বুলা। বিস্ফোরক সেঞ্চুরি করেছেন দলটির ওপেনার কুশল পেরেরা। ৫২ বলে ১০টি চার ও ৫ ছক্কায় খেলেছেন ১০২ রানের ইনিংস। এছাড়া নুয়ানিন্দু ফার্নান্দো ৩৫ বলে ৪০ ও মার্ক চাপম্যান ২৩ বলে করেছেন ৩৩ রান। 

১৯২ রানের বিশাল লক্ষ্যে শুরুটা দারুণ করলেও মোস্তাফিজুর রহমানের তোপে খেই হারায় জাফনা। দলটির মূল ব্যাটার কুশল মেন্ডিসকে নিজের করা প্রথম ওভারেই ফেরান মোস্তাফিজ। ৩০ রানে মেন্ডিস ফেরার পর ৬ রান যোগ হতে ফেরেন পাথুম নিশাঙ্কা আর রাইলি রুশোও। তবে ডাম্বুলার থেকে ম্যাচ কেড়ে নেন চারিথ আসালঙ্কা ও আবিষ্কা ফার্নান্দো। চতুর্থ উইকেটে ৬৬ বলে তারা যোগ করেন ১৩৪ রান। 

জাফনার জয় যখন সময়ের ব্যাপার। তখন শেষদিকে ডাম্বুলাকে লড়াইয়ে ফিরিয়েছিলেন মোস্তাফিজ। আউট করেছেন আসালঙ্কাকে। তবে একদম শেষ বলে নিমেশ ভিমুক্তির বলে ছক্কা মেরে জাফনার জয় নিশ্চিত করেন ফ্যাবিয়ান অ্যালেন। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ৩৪ বলে ৮০ রান করা আবিষ্কা। সব মিলিয়ে ৪ ওভারে ৩০ রান খরচায় ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান।