‘স্পেন বাচ্চাদের দল, কোয়ার্টার ফাইনালে জার্মানিই ফেবারিট’

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৪, ১৯:১৩
শেয়ার :
‘স্পেন বাচ্চাদের দল, কোয়ার্টার ফাইনালে জার্মানিই ফেবারিট’

দেখতে দেখতে অনেক দূর গড়িয়েছে ইউরো ২০২৪। গ্রুপপর্ব ও শেষ ষোলো পেরিয়ে এখন কোয়ার্টার ফাইনালের অপেক্ষা করছে ৮টি দল। এই পর্বের প্রথম ম্যাচে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে ২০০৮ ও ২০১২ সালের চ্যাম্পিয়ন স্পেন। 

টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল স্পেন। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাদের যাত্রাই বলে দেয় সেটি। গ্রুপপর্বে একমাত্র দল হিসেবে সবগুলো ম্যাচ জিতেছে তারা। তবে কোয়ার্টার ফাইনালে লা রোহাদের বিপক্ষে জার্মানিকেই ফেবারিট বলছেন দেশটির সাবেক গোলকিপার জেনস লেহম্যান। স্পেনকে তিনি উল্লেখ করেছেন বাচ্চাদের দল হিসেবে। খবর ইএসপিএনের।

জার্মানির হয়ে ৬১ ম্যাচ খেলেছেন লেহম্যান। বর্তমানে টেলিভিশন বিশ্লেষক হিসেবে কাজ করা লেহম্যান স্পেনের দুর্বলতা উল্লেখ করে বলেন,‘নিঃসন্দেহে গ্রুপপর্বে আমরা তাদের (স্পেন) ভালো ফলাফল দেখেছি। কিন্তু উচ্চতার দিক দিয়ে তারা ছোট এবং তারা অনভিজ্ঞ। তারা বাচ্চাদের দল। তাদের অনেক তরুণ খেলোয়াড়। তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা তেমন নেই।’

যদিও লেহম্যানের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি স্প্যানিশ গণমাধ্যম। স্পেনের সবচেয়ে বড় ক্রীড়া পত্রিকা মার্কা শিরোনাম করেছে, ‘লেহম্যান, জার্মানির ঐতিহাসিক গোলরক্ষক, আরও একজন যিনি আমাদের গুরুত্ব সহকারে নেন না।’

এবারের ইউরোতে ‘বি’ গ্রুপে থাকা স্পেন গ্রুপপর্বে ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়াকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে। দলের হয়ে দারুণ খেলছেন ১৬ বছরের তারকা লামিনে ইয়ামাল ও ২১ বছরের নিকো উইলিয়ামস। 

অন্যদিকে, গ্রুপ ‘এ’-তে থাকা স্বাগতিক জার্মানি উদ্বোধনী ম্যাচেই স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দেয়। পরের ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারালেও শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেন ম্যানুয়েল নয়্যাররা।