তুরস্কের ‘নায়ক’ দেমিরালের উদযাপন নিয়ে অনুসন্ধান করবে উয়েফা
চলমান ইউরোতে চমক দেখিয়ে চলছে তুরস্ক। গ্রুপপর্বে দারুণ খেলে শেষ ষোলোতে জায়গা করে নেয় দলটি। শেষ ষোলোতে শক্তিশালী অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে দলটি পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। জোড়া গোল দিয়ে এই ম্যাচে জয়ের নায়ক মেরিহ দেমিরাল। তবে, গোলের পর বিশেষ ধরনের উদযাপন করে প্রশ্নের মুখে এই তারকা।
দ্বিতীয় গোল দিয়ে ওপরে দুই হাত তুলে আঙুল দিয়ে বিশেষ চিহ্ন বানিয়ে উদযাপন করেন দেমিরাল। যেটি তুরস্কের উগ্র জাতীয়তাবাদী সংগঠন উলকু ওকাক্লারির (গ্রে উলভস নামে পরিচিত তারা) সমর্থকরা করে থাকেন। এই উদযাপন করার জন্য এবার দেমিরালের বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দিয়েছে উয়েফা।
আজ বুধবার উয়েফা নিশ্চিত করেছে, দেমিরালের উদযাপন নিয়ে তদন্ত করার জন্য একজন পরিদর্শক নিয়োগ দিয়েছে তারা। বিষয়টি নিয়ে চূড়ান্ত প্রতিবেদন কবে আসবে সেটি নিয়ে এখনো জানা যাচ্ছে না। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে তুরস্ক।
এর আগে ২০১৯ সালেও একটি ম্যাচে সামরিক ধরনের স্যালুটের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন দেমিরাল। সেবার সিরিয়ার ওপর সামরিক অভিযান চালিয়েছিল তুরস্ক। দেমিরাল ছাড়াও সেই স্যালুট দেওয়ার অভিযোগ উঠেছিল আরও ১৫ ফুটবলারের বিরুদ্ধে।
ফ্রান্সে নিষিদ্ধ এই গ্রে উলভস গ্রুপ। এছাড়া অস্ট্রিয়াও নিষিদ্ধ করেছে এই গ্রে উলফ স্যালুট। তুরস্কের জাতীয়তাবাদীরা এটি ব্যাপকভাবে ব্যবহার করেন।