অশ্লীল অঙ্গভঙ্গি, নিষিদ্ধ হতে পারেন বেলিংহ্যাম
তারকাবহুল দল নিয়েই জার্মানিতে চলমান ইউরো টুর্নামেন্টে খেলতে গেছে ইংল্যান্ড। তবে এখনো দাপট দেখিয়ে খেলতে পারেনি দলটি। সংগ্রাম করে শেষ ষোলোতে পৌঁছে সেই পর্বও অতিক্রম করে ফেলেছে দলটি। স্লোভাকিয়ার বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে গিয়ে জয় পেয়েছে ইংলিশরা।
গতকাল ম্যাচের ২৫ মিনিটেই ইংলিশদের বিপক্ষে এগিয়ে যায় স্লোভাকিয়া। ইংল্যান্ডের যখন হারের প্রহর গুণছিল, তখন ত্রাতা হিসেবে আবির্ভাব ঘটে তরুণ জুডে বেলিংহ্যামের। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ম্যাচে আনেন সমতা। পরে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে হ্যারি কেইনের গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।
দারুণ একটি গোলের পরে অবশ্য বিতর্কও জন্ম দিয়েছেন বেলিংহ্যাম। সমতাসূচক গোল করার পর অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন তিনি। এই ঘটনায় ইউরোতে ইংল্যান্ডের পরের ম্যাচে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ হতে পারেন বেলিংহ্যাম।
ম্যাচের সময় বেলিংহ্যামের সেই বিতর্কিত কাণ্ড টিভি ক্যামেরায় ধরা পড়েনি। তবে ম্যাচের পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, স্লোভাকিয়ার বেঞ্চের দিকে তাকিয়ে হাত দিয়ে অশ্লীল ভঙ্গি করেন ২১ বছর বয়সী এই তারকা।
ফুটবলের নিয়ম অনুযায়ী, এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করা লাল কার্ড খাওয়ার মতো অপরাধ। তাই, ঝুঁকিয়ে আছেন বেলিংহ্যাম। কোয়ার্টার ফাইনালে আগামী শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে ইংল্যান্ড।