ব্যক্তিগত অর্জন নয়, দল নিয়ে ভাবেন রোনালদো: ব্রুনো ফের্নান্দেস

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৪, ১৭:১৫
শেয়ার :
ব্যক্তিগত অর্জন নয়, দল নিয়ে ভাবেন রোনালদো: ব্রুনো ফের্নান্দেস

চলমান ইউরো টুর্নামেন্টে এখনো পর্যন্ত গোল করতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরই মধ্যে কিছু সমালোচক রব তুলেছেন, নিজে গোল করতে না পারায় খুশি নন রোনালদো। তবে সতীর্থের হয়ে সমালোচকদের জবাব দিলেন পর্তুগিজ মিডিফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যক্তিগত অর্জন নয়, রোনালদো শুধুই দলের সাফল্য নিয়ে ভাবেন। 

এখনো গোল না পেলেও গ্রুপপর্বে ব্রুনো ফের্নান্দেসের একটি গোলে অবদান রেখেছেন ৩৯ বছরের রোনালদো। সেই ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারায় পর্তুগাল। ব্রুনোকে না দিয়ে নিজেও সেই শটটি করতে পারতেন রোনালদো। তবে ব্রুনোকে পাস দিয়ে হন প্রশংসিত। 

এক সংবাদ সম্মেলনে ব্রুনো বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দলের সাফল্য।’

স্লোভেনিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় আজ রাত একটায় শেষ ষোলোর ম্যাচে লড়বে পর্তুগাল। ফ্রাঙ্কফুটে অনুষ্ঠেয় এই ম্যাচে পরিস্কার ফেবারিট পর্তুগাল। তবে গত মার্চে পর্তুগালকে প্রীতি ম্যাচে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল এই দলটিই।  

ব্রুনো বলেছেন, ‘আমরা প্রত্যেকটি ম্যাচ জিততে চাই যাতে ফাইনালে পৌঁছাতে পারি এবং ফাইনাল জিততে পারি। কোনো দলই তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায় না। পর্তুগাল তো না-ই, কারণ আমরা আমাদের সামর্থ্য জানি। একটি প্রীতি ম্যাচে তারা আমাদের হারিয়েছিল এবং তাদের নিয়ে আমাদের সতর্ক হতে হবে। তাদের দারুণ রক্ষণভাগ আছে কিন্তু আমাদের সমাধান বের করতে হবে।’

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেন, ‘ইউরোতে খেলা সহজ কিছু নয়, কিন্তু আমরা প্রস্তুত। স্লোভেনিয়ানরা দারুণ সংগঠিত এবং প্রতিযোগী মনোভবের। আমাদের সেরাটা দিতে হবে। টুর্নামেন্ট এখন শুরু হয়েছে। পর্তুগাল সতেজ এবং প্রস্তুত আছে।’