কোহলি ম্যাচসেরা হয়েছেন, মানতে পারছেন না মাঞ্জরেকার

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৪, ১৬:৩৩
শেয়ার :
কোহলি ম্যাচসেরা হয়েছেন, মানতে পারছেন না মাঞ্জরেকার

দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৭ রানে হারিয়ে দীর্ঘ ১১ বছরের শিরোপাখরা কাটিয়েছে ভারত। তবে সহজে আসেনি এই জয়। শেষ দিকে বোলারদের অনবদ্য পারফরম্যান্সে জয় ছিনিয়ে এনেছে ‘মেন ইন ব্লু’রা। এক পর্যায়ে ৩০ বলে মাত্র ৩০ রান দরকার ছিল প্রোটিয়াদের। তবে প্রোটিয়া ব্যাটারদের এই রানও তুলতে দেননি জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং ও হার্দিক পান্ডিয়ারা। 

যদিও ফাইনালে কোনো বোলার নয়, প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ওপেনার বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে ১৭৬ রান করে ভারত। এর মধ্যে ৫৯ বলে ৭৬ রানের অপেক্ষাকৃত ধীরগতির ইনিংস খেলেছেন কোহলি। এমন ইনিংসের পরও কোহলির ম্যাচসেরা হওয়ার ব্যাপারটি মানতে পারেননি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। 

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী শো’তে মাঞ্জরেকার জানান, পেস বোলাররা ভারতকে উদ্ধার করার আগে কোহলির ইনিংস আশঙ্কাজনক স্থানে নিয়ে গিয়েছিল। তার মতে, প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া উচিত ছিল কোনো বোলারের। 

মাঞ্জরেকারের ভাষ্য, ‘(কোহলির) সেই ইনিংসের কারণে দলের অন্যতম বিস্ফোরক ব্যাটার হার্দিক পান্ডিয়া মাত্র ২ বল খেলতে পেরেছে। আমি মনে করি, ভারতের ব্যাটিং ভালো ছিল কিন্তু কোহলি এমন ইনিংস খেলেছেন যেটি ভারতকে কঠিন অবস্থায় নিয়ে গিয়েছিল। এবং শেষ দিকে বোলাররা অমন পারফর্ম না করলে সেটি প্রমাণও হয়ে যেত।’

ভারতের এই ধারাভাষ্যকার আরও বলেন, ‘ভারত হারের পথে ছিল, ৯০ শতাংশ জয়ের সম্ভাবনা ছিল (দক্ষিণ আফ্রিকার)। পরে ভারতের ঘুরে দাঁড়ানো কোহলির ইনিংসকে বাঁচিয়ে দিয়েছে কারণ সে ইনিংসের প্রায় অর্ধেক বল খেলেছে ১২৮ স্ট্রাইকরেটে। আমার প্লেয়ার অব দ্য ম্যাচ হতো কোনো বোলার কারণ, তারাই আসলে ম্যাচটি হারের মুখ থেকে বাঁচিয়েছে এবং ভারতকে জিতিয়েছে।’

মাঞ্জরেকারের থেকে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারের মতের একটু অমিল আছে। তার মতে, ১৭৬ রান করে স্কোরবোর্ড বেশ শক্তই করেছিল ভারত। কিন্তু এটার স্বীকার করে নিয়েছেন ভারত ম্যাচ হারলে সমালোচনায় বিদ্ধ করা হতো কোহলিকে।