আর্জেন্টিনার গোলমেশিন মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক
০১ জুলাই ২০২৪, ০০:০০
শেয়ার :
আর্জেন্টিনার গোলমেশিন মার্টিনেজ

কোপা আমেরিকা গ্রুপ পর্বের ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা। তিন ম্যাচে শতভাগ জয় নিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে আর্জেন্টিনা। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল করেই চলেছেন এক সময়ের মিস মাস্টার হিসেবে খ্যাত লাউতারো মার্টিনেজ। কাতার বিশ^কাপে যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে সেই মার্টিনেজই এখন আর্জেন্টিনার গোলমেশিন। টানা তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় পেরুর বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য নিয়মরক্ষার ম্যাচ। তাই দলের নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিসহ দলের বেশির ভাগ খেলোয়াড় ছিলেন রিজার্ভ বেঞ্চে। পেরুর বিপক্ষে প্রথমার্ধটা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। গোলদাতা আর কেউ নন, মার্টিনেজ। এর পর খেলার একেবারে শেষের দিকে এসে দলের ও নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। ফলে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তরা।

আগের দুই ম্যাচেও গোলের দেখা পেয়েছেন তিনি। ৩ ম্যাচে ৪ গোল নিয়ে গোলদাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন মার্টিনেজ।