কোহলি-রোহিতের পর এবার অবসরের ঘোষণা জাদেজার

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৪, ১৮:৩৯
শেয়ার :
কোহলি-রোহিতের পর এবার অবসরের ঘোষণা জাদেজার

ভারতের ক্রিকেট দলে চলছে অবসরের মিছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই সবার আগে এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে বিদায়ের বার্তা দেন অধিনায়ক রোহিত শর্মা। একদিন পর টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন দলের অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। 

ভারত চ্যাম্পিয়ন হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব একটা ভালো কাটেনি জাদেজার। বল কিংবা ব্যাট; কোনো বিভাগেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ‘জাড্ডু’ হিসেবে পরিচিতি পাওয়া এই অলরাউন্ডার। আজ ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় পরে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন এই তারকা। 

একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে জাদেজা লেখেন, ‘কৃতজ্ঞ হৃদয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছি। গর্বের সঙ্গে ছুটে চলা ঘোড়ার মতো আমি দেশের জন্য সবসময়ই আমার সেরাটা দিয়েছি এবং অন্য সংস্করণেও তা করতে থাকব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা ছিল স্বপ্ন পূরণ, আমার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে উঁচু জায়গা। অসংখ্য স্মৃতি, উল্লাস ও অটল সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টেস্টে খেলা চালিয়ে যাবেন জাদেজা। 

২০০৯ সালে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল জাদেজার। এরপরে খেলা ৭৪ ম্যাচে ৫১৫ রান করেছেন এই অলরাউন্ডার। নিয়েছেন ৫৪ উইকেট। বল হাতে রান দেওয়ায় কৃপণতা ও ব্রেকথ্রু এনে দিতে পারদর্শী ছিলেন জাদেজা।