সূর্যকুমারের সেই ক্যাচ নিয়ে দ. আফ্রিকার অধিনায়ক যা বললেন
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের আশা প্রায় শেষ করে দিচ্ছিলেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। বিশ্বকাপ জয়ের জন্য এক পর্যায়ে প্রোটিয়াদের ২৪ বলে দরকার ছিল মাত্র ২৬ রান, হাতে ৬ উইকেট। তবে ১৭তম ওভারের প্রথম বলে ক্লাসেন ফেরার পরই পতন শুরু হয় দক্ষিণ আফ্রিকার।
তবুও শেষ ওভার পর্যন্ত প্রোটিয়াদের আশার আলো হয়ে জ্বলছিলেন মিলার। হার্দিক পান্ডিয়ার করা ওই ওভারে তাদের দরকার ছিল ১৬ রান। ওভারের প্রথম বলেই লং অফে সজোরে হাঁকান মিলার। বল ঠিকমতো টাইমিং হয়নি, তবুও মাঠের বাইরে চলেই যাচ্ছিল প্রায়। কিন্তু অনেকটা দৌড়ে এসে বল তালুবন্দী করেন সূর্যকুমার যাদব। সেখানেই নিভে যায় প্রোটিয়াদের আশার আলো।
ম্যাচ শেষে সেই ক্যাচটি নিয়ে অবশ্য কিছুটা বিতর্কও উঠেছে। অনেক দূর থেকে দৌড়ে আসার পর গতি সামলাতে না পেরে মাঠের বাইরে চলে যান সূর্যকুমার। তবে তার আগেই বল বাতাসে ভাসিয়ে দেন। পরে মাঠে ঢুকে আবার তালুবন্দী করেন। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে চূড়ান্ত আউটের সিদ্ধান্ত দেন। এসব ক্যাচের ক্ষেত্রে সামনের অ্যাঙ্গেল থেকেও রিপ্লে দেখা হয়। তবে এদিন সেটি করা হয়নি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ক্যাচটি নিয়ে জানতে চাওয়া হয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামের কাছে। প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, আমি এটা এখনো দেখিনি। দেখতে পারিনি। হ্যাঁ, রিপ্লে একটু দ্রুতই হয়েছে। অবশ্যই তারা বেশ নিশ্চিতই ছিল যে এটা আউট এবং এ কারণেই রিপ্লে দ্রুত দেখেছে।’