স্টাবসকে ফিরিয়ে ভারতকে স্বস্তি দিলেন অক্ষর
বোলিং কিংবা ব্যাটিং; এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিশ্বস্ত যোদ্ধা অক্ষর প্যাটেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালের মঞ্চে পাঁচে নেমে খেলেছেন ফিফটি ছোঁয়া ইনিংস। বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিলেন এই বাঁহাতি স্পিনার।
ভারতের দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে এদিন শুরুতেই রিজা হেনড্রিক্স ও অধিনায়ক এইডেন মার্করামকে হারায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় উইকেটে প্রোটিয়াদের হয়ে দারুণ জুটি গড়েন কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবস। ১২ রানের মধ্যে ২ উইকেট হারানো দলকে নিয়ে যান ৭০ রান পর্যন্ত। তবে এই রানের মাথায় অক্ষরের বলে বোল্ড হয়ে ফেরেন দারুণ খেলতে থাকা স্টাবস (২১ বলে ৩১)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেট হারিয়ে ৮১। উইকেটে এখন কুইন্টন ডি ককের সঙ্গে আছেন হেনরিখ ক্লাসেন।
এর আগে প্রথমে ব্যাট করে বিরাট কোহলির ফিফটিতে ১৭৬ রানের লড়াকু পুঁজি গড়ে ভারত। তাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের বড় পুঁজি পায় ভারত। বার্বাডোজের কেনসিংটন ওভালে আজ টসে জিতে ব্যাটিং বেছে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে আগের ম্যাচগুলোতে রানের ফুলঝুরি ছোটালেও ফাইনালে ব্যর্থ রোহিত। রান পাননি তিনে নামা ঋশাভ পান্ত ও চারে নামা সূর্যকুমার যাদবও। ৩৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। তবে একপ্রান্ত আগলে রেখেছেন অফফর্মে থাকা কোহলি। চতুর্থ উইকেটে অক্ষর প্যাটেলকে নিয়ে ৫৪ বলে গড়েন ৭২ রানের জুটি।
এদিন ব্যাটিং অর্ডারে উন্নতি পেয়ে দারুণ ব্যাটিং করেন অক্ষর। তবে ভারতের সেমিফাইনালের নায়ক আউট হয়েছেন দুর্ভাগ্যজনকভাবে। নন-স্ট্রাইকে থেকে রান নিতে গিয়েও ফিরতে পারেননি। উইকেটের পেছন থেকে কুইন্টন ডি ককের দুর্দান্ত এক থ্রোতে বিদায় নেন অক্ষর। ততক্ষণে ৩১ বলে ৪৭ রানের দারুণ এক ইনিংস খেলে ফেলেছেন তিনি।
অক্ষরের বিদায়ের পর শিভাম দুবেকে সঙ্গে নিয়ে দলের রান বাড়াতে থাকেন কোহলি। নিজের ফিফটি তুলতে ব্যয় করেন ৪৮ বল। ফিফটির পর রানের গতি বাড়ানোর চেষ্টা করেন এবারের বিশ্বকাপে পজিশন বদলে ওপেনিংয়ে নামা এই ব্যাটার। ১৯তম ওভারের পঞ্চম বলে ফেরার আগে করেন ৭৬ রান। ৫৯ বলের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ২ ছক্কায়। ছয়ে নামা শিভাম ১৬ বলে ২৭ রান করে শেষ ওভারে আউট হন। আরেক পাশে হার্দিক পান্ডিয়া অপরাজিত ছিলেন ৫ রানে, খেলেছেন ২ বল। তাতে নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রানে থামে ‘মেন ইন ব্লু’রা।
দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন নিজের প্রথম ওভারেই রোহিত ও পান্তকে ফেরান স্পিনার কেশাভ মহারাজ। ৩ ওভারে ২৩ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল তিনিই। ৪ ওভারের কোটা পূর্ণ করে ২৬ রান খরচায় ২ উইকেট নেন এনরিখ নোর্কিয়া। একটি করে উইকেট নেন মার্কো জেনসেন ও কাগিসো রাবাদা।