‘ভারতকে সুবিধা দেওয়া হচ্ছে’, আইসিসিকে ধুয়ে দিলেন ভন-গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৪, ২০:৫৫
শেয়ার :
‘ভারতকে সুবিধা দেওয়া হচ্ছে’, আইসিসিকে ধুয়ে দিলেন ভন-গিলক্রিস্ট

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সুবিধা দেওয়া হচ্ছে, বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই সরব ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ওপেনার অ্যাডাম গিলক্রিস্টও। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকা ও ভারতের ফাইনাল ম্যাচের আগে দুজনেই ধুয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে। 

দুইটি বিষয়কে চিহ্নিত করেছেন ভন। এক, ভারত জানত (যদি তারা যোগ্যতা অর্জন করে) তারা গায়ানায় সেমিফাইনাল খেলবে। সুপার এইটে অবস্থান যাই হোক না কেন। দুই, টুর্নামেন্টে ভারতই একমাত্র দল যারা সবগুলো ম্যাচ একই সময়ে খেলেছে। ভারতের দর্শকদের সুবিধা দিতে সবগুলো ম্যাচই দিনে আয়োজন করা হয়েছে। যেখানে অন্য দলগুলোকে দিন কিংবা রাত দুই সময়েই খেলতে হয়েছে। 

ভন বলেন, ‘এটা তাদের (ভারত) টুর্নামেন্ট, তাই না? আসলেই এটা তাদের টুর্নামেন্ট। তারা যখন চাইছে তখনই খেলতে পারছে। তারা এটা জানত, তাদের সেমিফাইনাল কোথায় হবে। তারা প্রত্যেকটি ম্যাচ সকালে (ওয়েস্ট ইন্ডিজের সময়) খেলেছে যাতে ভারতের জনগণ রাতে খেলা দেখতে পারে। আমি বুঝি বিশ্ব ক্রিকেটে টাকা একটি বড় বিষয়। এটা দ্বিপক্ষীয় সিরিজে ঠিক আছে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এটি বিশ্বকাপ। আইসিসির সবার প্রতি সমান আচরণ করা উচিত।’

পডকাস্টে ভন আরও বলেন, ‘আমি যেমনটা বলেছি, আমি সম্পূর্ণরূপে বুঝতে পারি যে এটা (সুবিধা) দ্বিপক্ষীয় সিরিজে করা যায়। কিন্তু যখন আপনি বিশ্বকাপে দেখবেন কোনো প্রকার সহানুভূতি খেলায় প্রভাব ফেলে। এই টুর্নামেন্টটি পুরোপুরিভাবে ভারতের জন্য সাজানো, সোজ-সাপটা বললে এটিই।’

গিলক্রিস্ট বলেছেন, ‘ভারতে প্রচুর আবেগপ্রবণ ভক্ত আছে, তারাও এই বিষয়টি (ভারতকে সুবিধা) নিয়ে সচেতন। তারা একমত যে (ম্যাচে ভারতকে) কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ভারত সেরা দল। টুর্নামেন্টজুড়ে তারা সবচেয়ে ধারাবাহিক। হয়তো, দক্ষিণ আফ্রিকাও একই কথা দাবি করতে পারে। ভারতের এটি জেতা উচিত এবং যদি তা করে তবে তাদের জন্য ভালো। (ভারতকে সুবিধা যে দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে) এমন অনেক ভারতীয় সমর্থক আছেন যারা নির্বোধ ও অন্ধ নন।’