ইয়ামালের নামে পুলিশে অভিযোগ দেবো, সতীর্থের কৌতুক

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৪, ১৬:৪৪
শেয়ার :
ইয়ামালের নামে পুলিশে অভিযোগ দেবো, সতীর্থের কৌতুক

একমাত্র দল হিসেবে গ্রুপপর্বের সবগুলো ম্যাচ জিতে চলমান ইউরোর শেষ ষোলোতে পৌঁছেছে স্পেন। এমন দাপুটে পারফরম্যান্সের পর দলের খেলোয়াড়রাও যে বেশ ফুরফুরে মেজাজে আছেন সেটি বোঝা গেল ফরোয়ার্ড ফেরান তোরেসের কথায়। দলটির তরুণ খেলোয়াড় লামিনে ইয়ামালকে নিয়ে বেশ কৌতুক করলেন ক্লাব ফুটবলেও সতীর্থ তোরেস। 

১৬ বছরের ইয়ামালকে নিয়ে কৌতুক করার ক্ষেত্রে জার্মানির শিশুশ্রম আইনকে টেনেছেন তোরেস। জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী, ১৮ বছরের নিচের তরুণরা রাত ৮টা পর্যন্ত বাইরে কাজ করতে পারে। খেলোয়াড়দের ক্ষেত্রে এই আইন শিথিল করে ১১টা পর্যন্ত করা হয়েছে।

তবে স্পেনের ম্যাচ রাত ১১টার পরও চলতে পারে। সেই ম্যাচে ইয়ামালকে খেলালে স্পেন শাস্তির মুখে পড়তে পারে। বিষয়টি নিয়ে কৌতুক করে তোরেস বলেন, ‘১৪ জুলাইয়ের (ইউরোর ফাইনাল) পর আমি তার নামে পুলিশে অভিযোগ দেবো। তার আগে আমাদের ম্যাচ জেতাক সে।’

বয়স মাত্র ১৬ হলেও স্পেনের হয়ে দারুণ খেলে চলেছেন ইয়ামাল। ভাঙছেন একের পর এক রেকর্ড। এমন বিস্ময়কর ফর্মের জন্য কৌতুক করে ইয়ামালকে নিষিদ্ধ করার কথাও বললেন তোরেস, ‘তাকে নিষিদ্ধ করা উচিত। ১৬ বছর বয়সে এই ছেলে কী করতেছে!’

---বার্সেলোনায়ও ইয়ামালের সতীর্থ ফেরান তোরেস। ছবি: এক্স

অন্য সময় অন্য দলের খেলা খুব বেশি না দেখলেও এবার মিস করছে না স্পেনের ফুটবলাররা। কারণ, শিরোপা জিততে মরিয়া ২০০৮ ও ২০১২ সালের চ্যাম্পিয়নরা। শেষ ষোলোতে পর্তুগালকে হারিয়ে চমক দেখানো জর্জিয়ার বিপক্ষে লড়বে লা রোহারা। 

তোরেস বলেন, ‘আমি সাধারণত খুব বেশি ফুটবল ম্যাচ দেখি না। কিন্তু এবারের ইউরোয় দেখছি কারণ তাদের মুখোমুখি আমরা হতে পারি। পর্তুগাল ও জর্জিয়ার ম্যাচ দেখেছি আমরা। বাছাইপর্বে জর্জিয়াকে ৭-১ ও ৩-১ গোলে হারিয়েছি আমরা কিন্তু সেই ফলাফল এখন ধরা যাবে না, অনেককিছু পরিবর্তন হয়েছে।