রোহিতকে প্রশংসায় ভাসালেন শোয়েব আখতার
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। ম্যাচের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। রোহিত একজন নিঃস্বার্থ অধিনায়ক এবং সবসময় দলের জন্য খেলেন বলেই মত দিয়েছেন শোয়েব।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছেন রোহিত। ৩৯ বলে ৬টি চার ও ২ ছক্কায় করেছেন গুরুত্বপূর্ণ ৫৭ রান। আদিল রশিদের করা ১৪তম ওভারে আউট হয়েছেন ভারত অধিনায়ক। তার এই ইনিংসের ওপর ভিত্তি করেই ১৭১ রানের লড়াকু স্কোর গড়ে ভারত।
নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে শোয়েব বলেছেন, ‘রোহিত শর্মা অনেকবার বলেছে, দলের হয়ে প্রভাব রাখতে চায় সে এবং ট্রফি জিততে চায়। সে আসলেই শিরোপার দাবিদার। সে বড় মাপের খেলোয়াড় এবং একটি বড় কিছু দিয়েই শেষ হওয়া উচিত। সে একজন নিঃস্বার্থ অধিনায়ক, দলের জন্য খেলে এবং পরিপূর্ণ ব্যাটার।’
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব চান, এবার কাপটা ভারতই জিতুক। তাছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর তিনি কষ্ট পেয়েছেন বলেও জানান শোয়েব।
দ্রুতগতির সাবেক এই পেসারের ভাষ্য, ‘আমি সবসময়ই চাই, ভারত যাতে ভারত টুর্নামেন্ট জেতে। গত বিশ্বকাপে ভারত যখন হেরে যায়, খুব কষ্ট পেয়েছিলাম। তাদের হারা উচিত ছিল না, কারণ তারাই ছিল জয়ের দাবিদার।’