সেমিফাইনালে হেরে যে ভুলের জন্য বাটলারের আফসোস

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৪, ১২:০১
শেয়ার :
সেমিফাইনালে হেরে যে ভুলের জন্য বাটলারের আফসোস

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ভারত। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালের সেই ম্যাচে ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য ২৪ বল ও ১০ উইকেট হাতে রেখে অনায়াসেই জিতেছেন জস বাটলাররা। পরে চ্যাম্পিয়নও হয় ইংলিশরা। 

পরের বিশ্বকাপের (২০২৪) সেমিফাইনালে আবারও মুখোমুখি ইংল্যান্ড ও ভারত। এবারও প্রথমে ব্যাট করা ভারত প্রায় একই রকম লক্ষ্য দিয়েছে ইংলিশদের। তবে এবার ফল ভিন্ন। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ভারতের দেওয়া ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ বল বাকি থাকতেই ১০৩ রানে অলআউট হয় ইংলিশরা। ৬৮ রানের বিশাল জয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত।

গায়ানায় গতকালের ম্যাচে ভারতকে মূলত ম্যাচ জিতিয়েছেন স্পিনাররা। অক্ষর প্যাটেল-কুলদীপ যাদবদের বলের কোনো সমাধান পাননি জস বাটলাররা। উইকেটে বল এসেছে নিচু হয়ে। ইংলিশদের ১০ উইকেটের মধ্যে ৬টিই স্পিনারদের। বাকি ৪টির মধ্যে ২টি পেসারদের ও ২টি রানআউট। 

পিচে স্পিনারদের এমন আধিপত্যের দিনেও ইংল্যান্ড বল করায়নি অফ স্পিনার মঈন আলীকে দিয়ে। যদিও দলের বাকি দুই স্পিনার আদিল রশিদ লিয়াম লিভিংস্টোন অসাধারণ বল করেছেন। দুজনে ৮ ওভারে রান দিয়েছেন মাত্র ৪৯। যেখানে বাকি ১২ ওভারে পেসারদের রান ১২০। 

ম্যাচ শেষে মঈনকে বল না করানো নিয়ে আফসোসের কথা জানিয়েছেন বাটলার, ‘টস খুব বড় কোনো পার্থক্য তৈরি করেছে বলে মনে হয় না আমার। ভারত দলে দারুণ সব স্পিনার আছে। আমাদের দুজনও (রশিদ ও লিভিংস্টোন) খুব ভালো বোলিং করেছে। আমার এখন মনে হচ্ছে, পিচে যেভাবে স্পিন ধরেছে, তাতে মঈনকেও বোলিং করানো উচিত ছিল। ওরা দলীয় সংগ্রহটা বেশ বড় করে নিয়েছে। এরপর দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে তাড়া করাটা সব সময়ই কঠিন।’