ম্যাচের আগে ‘আইডল’ রোনালদো কী বলেছিলেন কাভারাৎসখেলিয়াকে
এবারের ইউরো দিয়ে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্ট খেলতে এসেছে জর্জিয়া। প্রথমবারই দলটি ঘটিয়েছে ইতিহাস। গতকাল পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে পৌঁছে গেছে ইউরোর নকআউট পর্বে। জর্জিয়ার হয়ে প্রথম গোলটি দিয়েছেন দলটির সেরা খেলোয়াড় খিবিচা কাভারাৎসখেলিয়া। তিনি আবার আইডল বা আদর্শ মানেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে। গতকাল ম্যাচের আগে রোনালদোর সঙ্গে কথা বলার সুযোগও হয়েছে তার।
রোনালদোর মতোই দেশের হয়ে সাত নম্বর জার্সি পরেন কাভারাৎসখেলিয়া। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে গর্বের হাসি দিয়ে তিনি বলেন, ‘আমি রোনালদোর জার্সি পেয়েছি এবং আমরা পরের রাউন্ডে পৌঁছে গেছি।’
কাভারাৎসখেলিয়া বলেন, ‘জর্জিয়ান ফুটবল ভক্তদের জন্য এটি জীবনের সেরা দিন। আমরা ইতিহাস তৈরি করেছি, কেউ বিশ্বাস করেনি আমরা এটি করে দেখাব। কেউ বিশ্বাস করেনি আমরা পর্তুগালকে হারাতে পারি। কিন্তু পেরেছি কারণ আমরা শক্তিশালী দল; যদি ১ শতাংশ সুযোগও থাকে, আমরা দেখিয়েছি আমরা করে দেখাতে পারি।’
ম্যাচের আগে রোনালদোর সঙ্গে কথা হয়েছে জানিয়ে কাভারাৎসখেলিয়া বলেন, ‘ম্যাচের আগে তার সঙ্গে (রোনালদো) সাক্ষাৎ হয়েছে এবং তিনি আমাদের সাফল্য কামনা করেছেন। আমি কখনো ভাবিনি তিনি আসবেন এবং আমার সঙ্গে কথা বলবেন। তিনি বিখ্যাত খেলোয়াড় এবং মহান ব্যক্তি। এ কারণেই তিনি ফুটবলের ভেতরে এবং বাইরে দারুণ একজন ব্যক্তিত্ব। তার প্রতি আমার অনেক সম্মান রয়েছে। তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি ম্যাচের আগে কথা বলতে এসেছিলেন, যেটি অসাধারণ ব্যাপার। ওই ব্যাপারটা আমাদের সাহায্য করেছে যে আমরা আজকে কিছু করতে পারি।’
ক্লাব ফুটবলে এর আগেও শিরোপার স্বাদ পেয়েছেন ২৩ বছরের কাভারাৎসখেলিয়া। ২০২৩ সালে নাপোলির হয়ে ইতালির সিরি’আ জিতেছেন তিনি। কিন্তু দেশের হয়ে এই সাফল্যই তার কাছে সবচেয়ে সেরা দিন।
কাভারাৎসখেলিয়া বলেন, ‘স্কুদেত্তা (সিরি’আ) আমার জন্য একটি স্মরণীয় মুহূর্ত ছিল কিন্তু আমি আজ বেশি খুশি। কারণ,আপনি যখন আপনার দেশের হয়ে খেলেন, তখন এটি আপনাকে বেশি গর্বিত করে। ...এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। শিরোপা জেতা (সিরি’আ) আমার স্বপ্ন ছিল, এটিও। আমার আবেগকে ভাষায় প্রকাশ করা কঠিন, আমি খুব খুশি।’