রাজধানীর ৯৫ শতাংশ বাড়ি অনুমোদনহীন
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, গণপূর্তমন্ত্রী
রাজধানী ঢাকার প্রায় ৯৫ শতাংশ বাড়িঘর অনুমোদনহীন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, এসব অনুমোদনবিহীন বাড়ি-ঘরকে যাতে পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদনের আওতায় আনা যায়, সেজন্য একটি কমিটি আছে। তবে মন্ত্রী হওয়ার আগে আমি তা
জানতামই না। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ?আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
গণপূর্তমন্ত্রী বলেন, ঢাকাই বাংলাদেশ নয়, এর বাইরেও বাংলাদেশ আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা ঢাকায় থাকি, তারা ঢাকার বাইরে যে বাংলাদেশ আছে, সেটা বুঝতে চান না। এমনকি যারা গ্রামে থাকেন, তারাও মনে করেন ঢাকায় চলে যাওয়া ভালো, ওটাই বাংলাদেশ।
উবায়দুল মোকতাদির আরও বলেন, ‘নগরায়ণকে শুধু বিল্ডিং তোলা এবং কিছু মানুষের বসবাসের সুবিধা ও জীবন-জীবিকার সঙ্গে যুক্ত করলে চলবে না। নগরায়ণের সঙ্গে এখন প্রকৃতির বিস্তৃতির কথাও খেয়াল রাখতে হবে। ইকো-ফ্রেন্ডলি একটি অবস্থান তৈরি করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘আমরা নগরায়ণের নামে বুড়িগঙ্গাকে শেষ করে দিয়েছি। শুধু বুড়িগঙ্গা নয়, পুরো পানি ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়েছি। এটাকে কীভাবে উদ্ধার করা যায়, সেটাকেও নগরায়ণের পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার কথা চিন্তা করতে হবে।’ রাজনীতিবিদ ও আমলাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এক জায়গা থেকে সব পরিকল্পনা হওয়া উচিত। সেটা না হলেও অন্তত সমন্বয় থাকা উচিত। আমাদের সবাইকে দেশপ্রেমের জায়গা থেকে বিষয়গুলো দেখা উচিত।’
বিআইআইএসএস আয়োজিত ‘টেকসই শহর তৈরি : বাংলাদেশের চ্যালেঞ্জ ও বাধা’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইআইএসএসের গবেষণা পরিচালক শেগুফতা হোসেন। বিআইআইএসএসের চেয়ারম্যান ও রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকারের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সেন্টার ফর আরবান স্টাডিজের (সিইউএস) চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশ্বব্যাংকের নগর উন্নয়ন বিশেষজ্ঞ ঈশিতা আলম অবনী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার শাব্বির আহমেদ।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন