ইউরোর শেষ ষোলোয় কে কার মুখোমুখি, ম্যাচ কখন

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৪, ১৯:৩৫
শেয়ার :
ইউরোর শেষ ষোলোয় কে কার মুখোমুখি, ম্যাচ কখন

ইউরোপ মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ইউরো। তুমুল প্রতিযোগিতার এই টুর্নামেন্টটির গ্রুপপর্ব এরই মধ্যে শেষ হয়েছে। গতকাল রাতে পর্তুগাল-জর্জিয়া এবং তুরস্ক-চেকিয়ের ম্যাচ দুইটি ছিল গ্রুপপর্বের শেষ। যেখানে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছে প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলতে আসা জর্জিয়া। প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোদের। 

আরেক ম্যাচে চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তুরস্ক। ইউরোতে ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলেছে ২৪টি দল। এসব গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ মিলিয়ে ১২টি দল ও তৃতীয় হওয়া ছয়টি দলের মধ্যে শীর্ষ ৪টি দল খেলবে শেষ ষোলোতে। 

১৪ জুন শুরু হওয়া ইউরোতে এই কদিন টানা খেলা চললেও আজ ও আগামীকাল বিরতি। পরশুদিন থেকে শুরু হচ্ছে জার্মানিতে চলমান এই টুর্নামেন্টের নকআউট পর্ব। 

শেষ ষোলোতে আগামী শনিবার অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ। বার্লিনে ইতালির মুখোমুখি হবে সুইজারল্যান্ড আর ডর্টমুন্ডে স্বাগতিক জার্মানির বিপক্ষে লড়বে ডেনমার্ক। প্রথম ম্যাচটি রাত দশটায় আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে রাত একটায়। 

এরপর টানা তিনদিন অনুষ্ঠিত হবে দুইটি করে ম্যাচ। রবিবার গেলসেনকির্চেনে হবে ইংল্যান্ড-স্লোভাকিয়া ও কোলনে হবে স্পেন-জর্জিয়ার ম্যাচ। সোমবার ডুসেলডর্ফে ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ ও ফ্রাঙ্কফুটে পর্তুগাল-স্লোভেনিয়ার ম্যাচটি হবে। শেষ ষোলোর শেষদিন আগামী মঙ্গলবার। ওই দিন মিউনিখে নেদারল্যান্ডস-রোমানিয়া ও লাইপজিগে লড়বে অস্ট্রিয়া-তুরস্ক। প্রতিদিনই প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টা ও শেষ ম্যাচটি হবে রাত ১টায়।