‘বিশ্বকাপে ভারতকে সুবিধা দিতেই এমন করা হয়েছে’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। ত্রিনিনাদে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ম্যাচ রাখার তীব্র সমালোচনা করেছেন তিনি। টুর্নামেন্টে ভারতকে বেশি সুবিধা দেওয়ার জন্যই এমনটা করা হয়েছে বলে মনে করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভন লেখেন, ‘তাহলে, আফগানিস্তান সোমবার রাতে সেন্ট ভিনসেন্টে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে... এরপর মঙ্গলবার ত্রিনিনাদের (আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচের ভেন্যু) পথে ৪ ঘণ্টা ফ্লাইট দেরি হলো। এর ফলে অনুশীলন করার বা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পেল না... খেলোয়াড়েদের প্রতি চরম অসম্মান, যেটাতে আমি ভীত।’
ভারতকে সুবিধা দেওয়ার জন্যই এমনটা করা হয়েছে দাবি করে ভন বলেন, ‘অবশ্যই এই সেমিফাইনাল (আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা) গায়ানায় হওয়া উচিত ছিল... কিন্তু এই পুরো টুর্নামেন্ট সাজানোই হয়েছে ভারতকে সুবিধা দিতে, অন্য দলগুলোর প্রতি চরম অন্যায়।’
আজ মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে গায়ানায় মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা ও স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদিও ম্যচে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা ৩৩ শতাংশ ও দুপুর ১টার দিকে সেই সম্ভাবনা গিয়ে দাঁড়াবে ৫৯ শতাংশে।
প্রথম সেমিফাইনালে নির্ধারিত ছিল রিজার্ভ ডে। তবে দ্বিতীয় সেমিফাইনালের জন্য এমন ব্যবস্থা নেই। ম্যাচে বৃষ্টির বাঁধা এলে আরও অতিরিক্ত ২৫০ মিনিট বরাদ্দ থাকবে। যদি কোনোভাবেই ম্যাচ মাঠে না গড়ায় তাহলে সুপার এইটে যারা সুবিধাজনক স্থানে ছিল তারাই উঠবে ফাইনালে। সেই হিসাবও কথা বলছে ভারতের পক্ষে। সুপার এইটের তিনটি ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, ৩ ম্যাচের মধ্যে ইংল্যান্ড জয় পেয়েছিল ২টিতে।