গ্রুপ সেরা রোমানিয়া, ইউক্রেনকে বিদায় করে নকআউটে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৪, ০৭:০২
শেয়ার :
গ্রুপ সেরা রোমানিয়া, ইউক্রেনকে বিদায় করে নকআউটে বেলজিয়াম

ইউক্রেনকে ছিটকে দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে উঠল বেলজিয়াম। ম্যাচটি গোলশূন্য ড্র হলেও বেলজিয়ামই পরের পর্বের টিকিট পায়।

বুধবার রাতে স্টুটগার্টে ‘ই’ গ্রুপের নাটকীয়তায় ঠাসা লড়াইয়ে কেউ জেতেনি। আর গ্রুপের অন্য তিন দলের সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে বিদায় নিয়েছে যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন।

গ্রুপের একই সময়ে শুরু হওয়া রোমানিয়া ও স্লোভাকিয়ার মধ্যে ম্যাচও ১-১ গোলে ড্র হয়েছে। এতে চার দলেরই পয়েন্ট দাঁড়ায় সমান ৪।

আর এতেই রোমানিয়া গ্রুপ সেরা আর বেলজিয়াম গ্রুপ রানার্সআপ হয়ে পরের ধাপে ওঠে। সেরা চার তৃতীয় দলের একটি হয়ে নকআউট পর্বের টিকেট পায় স্লোভাকিয়াও। কপাল পোড়ে ইউক্রেনের। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম দল হিসেবে ৪ পয়েন্ট পেয়েও গ্রুপ পর্ব পেরোতে পারল না তারা।