বুধবার সকালে চিলির বিপক্ষে মাঠে নামছেন মেসিরা

ক্রীড়া ডেস্ক
২৫ জুন ২০২৪, ২২:৩৬
শেয়ার :
বুধবার সকালে চিলির বিপক্ষে মাঠে নামছেন মেসিরা

কোপা আমেরিকা ফুটবলের ‘এ’ গ্রুপের ম্যাচে আগামীকাল সকালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি। বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে এই ম্যাচ। এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করেছে লিওনেল মেসির দল। 

প্রথম ম্যাচ জিতে এই ম্যাচে অনেকটাই ফুরফুরে মেজাজে খেলতে নামবে আর্জেন্টিনা। তবে দলটি যে চিলি। যে দলের কাছে টানা দুইবার কোপার ফাইনালে হারের রয়েছে তিক্ত অভিজ্ঞতা। ২০১৫ আর ১৬ সালের কোপার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল আলবিসেলেস্তেদের। তাই চিলির ম্যাচ মানেই অনেকটাই প্রতিশোধের মঞ্চ। অন্যদিকে চিলি তাদের প্রথম ম্যাচে মসৃণ সূচনা করতে পারেনি। পেরুর বিপক্ষে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছেন আলেক্সিস সানচেজরা। 

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও কোপার হট ফেবারিট। কাল চিলিকে হারাতে পারলেও ‘এ’ গ্রুপ থেকে সবার আগেই শেষ ষোল নিশ্চিত করবেন মেসি-দি মারিয়ারা। সেই লক্ষ্য নিয়েই খেলবেন কোচ লিওনেল স্কোলানির শিষ্যরা।  

আর্জেন্টিনা এবার প্রায় আগের কোপার দল নিয়েই খেলছে। ৫-৬ জন খেলোয়াড় বাদে সবাই পুরনো। গোলবারে এমিলিয়ানো মার্তিনেজ আবারও প্রমাণ করেছেন তিনি দলের গোলবারে বিশ্বস্ত। কানাডার বিপক্ষেও তার প্রমাণ রেখেছেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে শেষবারের মতো খেলছেন দলের অভিজ্ঞ উইঙ্গার আনহেল দি মারিয়া। প্রতিটি ম্যাচেই দলের হয়ে অবদান রাখছেন তিনি।

অধিনায়ক লিওনেল মেসি কানাডার বিপক্ষে ম্যাচে গোলের দেখা পাননি। দুটি সহজ সুযোগও নষ্ট করেছেন। তবে দলের দ্বিতীয় গোলে অবদান ছিল তার। আগের ম্যাচে গোল পেয়েছেন তরুণ হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। দারুণ ফর্মে রয়েছেন আলভারেজ। আর বদলি নেমে গোল পেয়েছেন লাউতারো। 

সবমিলিয়ে চিলির বিপক্ষে বলতে গেলে পরিস্কার ফেবারিট বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। মেসি তার ৩৭তম জন্মদিনের পর আজ খেলতে নামবেন। সোমবার ছিল তার জন্মদিন। নিশ্চয়ই গোল করে তার জন্মদিনের উপলক্ষটা রাঙাতে চাইবেল এমএলটেন। 

অন্যদিকে, নকআউট পর্বে যেতে হলে চিলিকে অবশ্যই আর্জেন্টিনার বিপক্ষে জিততে হবে। প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে ড্র করার ফলে অনেকটাই ব্যাকফুটে তারা। তবুও দলটি চিলি। আর যে দলে রয়েছে সানচেজের মতো বিশ্বমানের তারকা খেলোয়াড়। বয়স বাড়লেও ফর্মের কমতি নেই তার।