ট্রটের ইশারায় গুলবাদিনের চোট ‘নাটক’ নিয়ে রশিদ যা বললেন

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৪, ১৭:৪৮
শেয়ার :
ট্রটের ইশারায় গুলবাদিনের চোট ‘নাটক’ নিয়ে রশিদ যা বললেন

ক্রিকেটে নিজেদের অন্যতম সেরা একটি দিন গেল আফগানিস্তানের। বাংলাদেশকে হারিয়ে মাত্র ৭ বছর আগে আইসিসির পূর্ণ সদস্য হওয়া দলটি উঠে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। সেরা চার নিশ্চিত হওয়ার পর রশিদ খানদের উদযাপন ছিল বাধভাঙা। দেশের এমন জয়ে আফগানিস্তানের রাস্তা-ঘাটেও চলছে বিজয়োল্লাস। তবে দারুণ এই জয়ের দিনেও কিছুটা নেতিবাচকভাবে আলোচনায় আফগান কোচ জোনাথন ট্রটের ইশারায় মাঠে গুলবাদিন নাইবের চোটের ‘অভিনয়’।

ম্যাচে একটা সময় বৃষ্টির আভাস ছিল। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ তখন ২ রানে পিছিয়ে। ডাগআউট থেকে তখন সময় নেওয়ার ইঙ্গিত দেন ট্রট। সংকেত দেখেই স্লিপে পড়ে যান গুলবাদিন। চেপে ধরেন নিজের উরু। 

গুলবাদিনের এমন আচরণে বিস্মিত হয়েছেন ধারাভাষ্যকার পমি মবঙ্গোয়া ও সাইমন ডুল। অবশ্য সেই নাটক খুব একটা কাজে আসেনি। বৃষ্টি থেকে যায় সঙ্গে সঙ্গেই। বৃষ্টির পর গুলবাদিন তো ফিরেছেনই, নিয়েছেন তানজিদ হাসান তামিমের উইকেটও। 

বিষয়টি আলোচনার মতো এত গুরুত্বপূর্ণ বিষয় না বলেই জানালেন রশিদ খান। আফগান অধিনায়ক বলেন, ‘ঠিক আছে, তার কিছুটা ক্র্যাম্প ছিল। আমি জানি না তার কী হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কী চলছে তাও জানি না। তাতে কিছু যায়-আসেও না। এটা শুধুই মাঠের ইনজুরি এবং পরে আমরা আর কোনো ওভার হারাইনি। বৃষ্টি এসেছিল এবং আমাদের উঠে যেতে হয়েছে। এটা মাঠের খেলায় বড় পার্থক্য এনে দেওয়ার মতো কিছু নয়।’

সেই ঘটনা নিয়ে রশিদ আরও বলেন, ‘আমরা পাঁচ মিনিট পরই মাঠে ফিরে এসেছিলাম এবং সেটি বড় কোনো পার্থক্য তৈরি করেনি। আমার কাছে এটি ছোট একটি ইনজুরির মতো, এতে আপনার কিছুটা সময় নিতে হবে।’