১০ বছর বয়স থেকে রিয়ালে ছিলেন নাচো, অবশেষে বিচ্ছেদ
একাডেমি পেরিয়ে ২০১২ সালে রিয়াল মাদ্রিদের মূল দলে অভিষেক হয় নাচো ফের্নান্দেসের। গত এক যুগে অসংখ্য শিরোপা জিতেছেন এই ডিফেন্ডার। গত মৌসুমেও তার অধিনায়কত্বেই লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে রিয়াল। দীর্ঘ এই পথচলা শেষে অবশেষে আলাদা হলো নাচো ও রিয়ালের পথ। আজ মঙ্গলবার নাচোর বিদায়ের তথ্য নিশ্চিত করে রিয়াল।
সিনিয়র দলে ১২ বছর হলেও রিয়াল মাদ্রিদের সঙ্গে নাচোর সম্পর্ক ছোটবেলা থেকেই। ২০০১ সালে ১০ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেন নাচো। ২০১২ সালে মূল দলে অভিষেক হওয়ার আগে খেলেছেন একাডেমির হয়েই। বিশ্বের সেরা ক্লাবটির হয়ে কাটিয়েছেন সোনালি সময়।
১২ বছরের পথচলায় ৩৬৪ ম্যাচ খেলেছেন নাচো। এই সময়ে ২৬টি শিরোপা জেতেন এই ডিফেন্ডার। এর মধ্যে আছে ৬টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি উয়েফা সুপার কাপ, ৪টি লা লিগা, ২টি কোপা দেলরে ও ৫টি স্প্যানিশ সুপার কাপ।
রিয়ালের ১৫তম চ্যাম্পিয়নস লিগের শিরোপা উঁচিয়ে ধরেন নাচোই। অধিনায়ক থাকা অবস্থায়ই রিয়ালকে বিদায় বললেন এই ডিফেন্ডার। ফুটবল ইতিহাসে ৬টি চ্যাম্পিয়নস লিগ জেতা চারজন ফুটবলারের মধ্যে তিনি একজন। এছাড়া রিয়ালের হয়ে সর্বোচ্চ ট্রফিজয়ীদের মধ্যে একজন এই নাচো।
বর্তমানে স্পেনের হয়ে ইউরোতে খেলছেন নাচো। রিয়ালের সাবেক এই অধিনায়কের পরবর্তী গন্তব্য সৌদি প্রো লিগের একটি দল হতে যাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।