‘কম বয়সী’ ইয়ামালের কারণে শাস্তি হতে পারে স্পেনের

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৪, ২০:২৯
শেয়ার :
‘কম বয়সী’ ইয়ামালের কারণে শাস্তি হতে পারে স্পেনের

স্পেনের জার্সিতে লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে আছে স্পেন। জার্মানিতে চলমান এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ খেলেই শেষ ষোলো নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। এই দুই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ‘ওয়ান্ডার কিড’ লামিনে ইয়ামাল। তবে তার কারণেই এবার ফেঁসে যেতে পারে স্পেন। 

গ্রুপপর্বে আজ শেষ ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে সেই ম্যাচ, জার্মানির স্থানীয় সময় তখন রাত নয়টা। ম্যাচ শেষ হতে হতে সময় হবে রাত ১১টা। শেষ ষোলোতেও এই সময়ে স্পেনের ম্যাচ। নকআউট পর্বের ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ম্যাচ শেষ হতে রাত ১২টা বাজবে। 

স্পেন এক্ষেত্রে সমস্যায় পড়তে পারে কম বয়সী ইয়ামালকে নিয়ে। কারণ, জার্মানির আইন অনুযায়ী ১৮ বছরের নিচের তরুণরা রাত ৮টা পর্যন্ত বাইরে কাজ করতে পারে। খেলোয়াড়দের ক্ষেত্রে এই আইন শিথিল করে ১১টা পর্যন্ত করা হয়েছে। অতিরিক্ত সময়ে গড়ালে শেষ ষোলোর ম্যাচে তো নিশ্চিত ১১টার পরে খেলতে হবে। গ্রুপপর্বেও ম্যাচ শেষ হতে ১১টা পার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইয়ামালকে খেলালে ৩০ হাজার পাউন্ড জরিমানা হতে পারে স্পেনের। যদিও খেলোয়াড়দের ক্ষেত্রে এই আইনের প্রয়োগ নেই বললেই চলে। 

গ্রুপপর্বে প্রথম ম্যাচেই স্পেন উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়াকে। লুকা মদ্রিচ-মাতেও কোভাচিচদের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে দলটি। এর পরের ম্যাচে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন ইয়ামাল-আলভারো মোরাতারা।