একঝাঁক তরুণ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়াদের মতো তারকাদের বিশ্রাম দিয়েছে দলটি। সুযোগ দেওয়া হয়েছে একঝাঁক তরুণ তারকাকে।
আগামী জুলাইয়ের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে জিম্বাবুয়ের মাটিতে শুভমান গিলের নেতৃত্বে এই ৫টি ম্যাচ খেলবে ভারত। সবশেষ আইপিএলে দারুণ পারফরম্যান্স করা তারকারাই পেয়েছেন এই দলে সুযোগ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন রিয়ান পরাগ ও তুষার দেশপান্ডের মতো তারকারা।
দলে টপ অর্ডার ব্যাটার হিসেবে অধিনায়ক শুভমান ছাড়াও আছেন যশস্বী জয়সোয়াল ও রুতুরাজ গাইকোয়াড়। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বিস্ফোরক ব্যাটিং করা অভিষেক শর্মাও আছেন এই তালিকায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হারানোর পর এই সিরিজে আবারও ভারত দলে ফিরেছেন রিংকু সিং। উইকেটকিপার হিসেবে সাঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলকে বেছে নেওয়া হয়েছে। অলরাউন্ডারদের মধ্যে পরাগ ছাড়াও আছেন ওয়াশিংটন সুন্দর ও নীতিশ রেড্ডি। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ডাক পেয়েছেন রবি বিষ্ণোই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ গেছেন পেসার খলিল আহমেদ ও আভেশ খান। জিম্বাবুয়ের বিপক্ষে এই দুজনকেও স্কোয়াডে রাখা হয়েছে। এছাড়াও পেস ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বে আছেন মুকেশ কুমার ও তুষার।
জিম্বাবুয়ে সিরিজে ভারত দল
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গাইকোয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, সাঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, নীতিশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে।