দারুণ জয়ে উরুগুয়ের শুরু

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৪, ১০:২১
শেয়ার :
দারুণ জয়ে উরুগুয়ের শুরু

কোপা আমেরিকার অন্যতম সফল দল উরুগুয়ে। এবার তারা শুরুটাও দারুণ করল। পানামাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।

আজ সোমবার সি গ্রুপের ম্যাচে হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে ম্যাচের ১৬তম মিনিটে ম্যাতিয়াস ভিনার পাস থেকে ম্যাক্সিমিলিয়ানোর ডি বক্সের বাইরে থেকে নেওয়া বাম পায়ের শট খুঁজে পায় গোলের নিশানা।

বিরতির পর ৮৬ মিনিটেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দারউইন নুনেজ। তার ভলি শট খুঁজে পায় গোলের ঠিকানা।

এরপর ম্যাচের অতিরিক্ত সময়য়ের দ্বিতীয় মিনিটে ভিনা গোল করে দলের ব্যবধান বাড়ান তিন গোলে। তবে ৯৫ মিনিটে পানামার হয়ে এক গোল শোধ করেন মিখাইল মুরিলো।