শূন্য রানেই যুক্তরাষ্ট্র হারাল ৫ উইকেট, জর্দানের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৪, ২২:১৬
শেয়ার :
শূন্য রানেই যুক্তরাষ্ট্র হারাল ৫ উইকেট, জর্দানের হ্যাটট্রিক

সেমিফাইনালে ওঠার জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় ভীষণ গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের জন্য জয়। আর সুপার এইটে রানরেটও হয়ে উঠবে বড় নিয়ামক। তাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয়ই চাইছে ইংলিশরা। প্রথমে বোলিং করে বড় বড় জয়ের প্রেক্ষাপট এনে দিলেন দলটির বোলাররা। যুক্তরাষ্ট্রকে তারা আটকে রেখেছেন ১১৫ রানে। 

এদিন শুরুটা ভালো করলেও শেষের দিকে একদমই লড়াই করতে পারেননি যুক্তরাষ্ট্রের ব্যাটারা। শূন্য রান ও ৬ বলের মধ্যেই ৫ উইকেট হারিয়েছে দলটি। ১৭ ওভার ৫ বলের সময় ১১৫-৫ রাসে থাকা দলটি একই রানে অলআউট হয়েছে ১৮ ওভার ৫ বলের মধ্যে। হ্যাটট্রিকসহ ১৯তম ওভারে ৪ উইকেট পেয়েছেন ক্রিস জর্দান।

ব্রিজটাউনে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তই নেন জশ বাটলার। ফর্মে থাকা ওপেনার আন্দ্রিস গাউসকে শুরুতেই ফিরিয়ে দেন পেসার রিস টপলি। তবে ওয়ান ডাউনে নেমে দারুণ ব্যাটিং করেন নীতিশ কুমার। ২৪ বলে ৩০ রান করেন তিনি। তবে রান পাননি আরেক ওপেনার স্টিভেন টেইলর ও অধিনায়ক অ্যারন জোন্স। 

পাঁচে নেমে কোরি অ্যান্ডারসন দারুণ শুরু করলেও ২৮ বলে ২৯ রান করতে পারেননি। শেষদিকে যুক্তরাষ্ট্রের শতরান পার করেন হারমিত সিং। ১৭ বলে ২টি চার ও ১ ছক্কায় করেন ২১ রান। তারপরও নির্ধারিত ২০ ওভারের ৭ বল বাকি থাকতে ১১৫ রানে অলআউট হয় মার্কিনিরা। 

শুরুতে মার্কিন ব্যাটারদের কোমড় ভেঙে দেন লেগ স্পিনার আদিল রশিদ। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় তার শিকার ২ উইকেট। শেষের কাজটি করেন জর্দান। ২ ওভার ৫ বল করে মাত্র ১০ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। শেষের ৪ ব্যাটারের মধ্যে তিনজনই ফিরেছেন তার বলে। ২টি উইকেট নিয়েছেন প়েছেন পেসার স্যাম কারেনও।