সেমিফাইনালে এখনো যেভাবে যেতে পারে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই জয় তুলে নিয়ে সুপার এইটে ওঠে বাংলাদেশ। তবে সুপার এইটে উঠে খেই হারায় টাইগাররা। নিজেদের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হারে বড় ব্যবধানে। টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের সেমিফাইনালের আশা প্রায় নেই বললেই চলে, তবে সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। কয়েকটি ‘কঠিন’ সমীকরণ মিলে গেলে বাংলাদেশেরও সেমিফাইনালে খেলার সুযোগ আছে।
আজ অস্ট্রেলিয়ানদের বিপক্ষে আফগানিস্তানের ২১ রানের জয়ে সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে থাকে বাংলাদেশের। অস্ট্রেলিয়া জয় পেলে আজই বিদায় নিশ্চিত হতো বাংলাদেশ ও আফগানিস্তানের। ৩ ম্যাচের মধ্যে দুইটি করে জয় নিয়ে গ্রুপ ‘ওয়ান’ থেকে সেমিফাইনাল নিশ্চিত হতো ভারত ও অস্ট্রেলিয়ার। বাংলাদেশ ও আফগানিস্তানের শেষ ম্যাচটি পরিণত হতো নিয়মরক্ষায়।
এখন সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ যদি আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারে আর ভারতের বিপক্ষে যদি অস্ট্রেলিয়া বড় হার দেখে, সেক্ষেত্রে থাকবে নাজমুল হোসেন শান্তদের সম্ভাবনা।
ভারত অস্ট্রেলিয়াকে হারালে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাবে। আর শেষ ম্যাচে বাংলাদেশ আফগানদের হারাতে পারলে; বাংলাদেশ, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে সমান ২। এরপরই আসবে রানরেটের হিসাব।
৩ দলের মধ্যে বর্তমানে অস্ট্রেলিয়ার রানরেট সবচেয়ে ভালো, +০.২২৩। এরপর আফগানিস্তানের -০.৬৫০ ও শেষে বাংলাদেশের -২.৪৮৯। বাংলাদেশকে শেষ চারে যেতে হলে আফগানদের হারাতে হবে ৩১ রানে আর আগেই অস্ট্রেলিয়াকে ভারতের কাছে হারতে হবে ৫৫ রানে।