ইতালিকে কাঁপিয়ে শেষ ষোলোয় স্পেন, ইংল্যান্ডের হতাশা

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪, ০৭:২৮
শেয়ার :
ইতালিকে কাঁপিয়ে শেষ ষোলোয় স্পেন, ইংল্যান্ডের হতাশা

এবারের ইউরোর ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে খ্যাতি পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়াকে নিয়ে গড়া ‘বি’ গ্রুপ। এখান থেকে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করেছে ২০০৮ ও ২০১২ সালের চ্যাম্পিয়ন স্পেন। বৃহস্পতিবার রাতে ইতালিকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে দলটি। 

ইতালিকে স্পেন হারায় ১-০ গোলে। আত্মঘাতী গোলে স্পেনকে সুযোগ করে দেয় ইতালিই। ৫৫তম মিনিটে। নিকো উইলিয়ামসের ক্রসে হেড করেন মোরাতা। ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা ঝাঁপিয়ে পড়ে ঠেকালেও ইতালির ডিফেন্ডার রিকার্দো কালাফিওরির পায়ে লেগে বল জালে জড়ায়। 

ম্যাচের স্কোরলাইনে অবশ্য ম্যাচের আসল চিত্র ফুটে ওঠে না। এই ম্যাচে ইতালির অর্ধে আক্রমণের ঢেউ তোলে স্পেন। ইতালি তেমন কিছুই করতে পারেনি। স্পেনের দখলেই ছিল ৫৫ শতাংশের বেশি বল। গোলের জন্য স্পেন শট নেয় ২০টি, এর মধ্যে গোলমুখেই ৯টি। অন্যদিকে, ইতালি মাত্র ৪টি শট নেয়। 

স্পেনের নিকো উইলিয়ামস, লামিনে ইয়ামাল, আলভারো মোরাতার সামনে এদিন দেয়াল হয়ে ইতালিকে একাধিক গোল খাওয়া থেকে বাঁচান গোলকিপার দোনারুম্মা। দারুণ ক্ষিপ্রতায় রুখে দিয়েছেন একাধিক শট। 

স্পেনের কাছে হারে শেষ ষোলোর আশা অবশ্য শেষ হয়ে যায়নি ইতালির। আগামী সোমবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে নামবে দলটি। 

এদিন অন্য ম্যাচে হতাশ হতে হয়েছে ইংল্যান্ডকে। বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ ও মিডফিল্ডারদের নিয়েও ডেনমার্কের বিপক্ষে ড্র (১-১) করতে হয়েছে গ্রুপ ‘সি’র দলটিকে। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে অনেক কষ্টে ১-০ গোলে হারিয়েছিল দলটি। শেষ ষোলোয় উঠতে গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্যারেথ সাউথগেটের দলকে। আরেক ম্যাচে স্লোভেনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সার্বিয়া।