আফগানিস্তানকে হারিয়ে সুপার এইট শুরু ভারতের
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সহজ জয়ে সুপার এইট শুরু করল গ্রুপ ‘ওয়ান’-এ থাকা ভারত। ব্যাটে-বলে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি গ্রুপপর্বে দারুণ ক্রিকেট খেলা আফগানরা। ব্রিজটাউনে প্রথমে ব্যাট করে আফগানদের সামনে ১৮২ রানের বড় লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে ১৩৪ রানেই গুটিয়ে যায় রশিদ খানের দল। ভারত জয় দেখে ৪৭ রানের।
১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে আগ্রাসী ব্যাটিংয়ের ইঙ্গিত দেন আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। আরশদীপ সিংয়ের করা প্রথম ওভারেই তুলে নেন ১৩ রান। তবে দ্বিতীয় ওভারেই গুরবাজকে ফিরিয়ে আফগান শিবিরে জোরেশোরে ধাক্কা দেন জাসপ্রিত বুমরাহ। ১১ রানে গুরবাজকে হারানোর পর ২৩ রানের মধ্যে দলটি হারায় ইব্রাহিম জাদরান ও হজরতউল্লাহ জাজাইকেও।
শুরুতেই ৩ উইকেট হারানোর পর আফগানিস্তানকে কক্ষপথে আনার চেষ্টা করেছেন আজমাতুল্লাহ ওমারজাই ও গুলবাদিন নাইব। তবে বিশের আশেপাশের ইনিংসে শক্ত ভিত্তি আসেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের শেষ বল পর্যন্ত খেলে ১৩৪ রানে অলআউট হয়েছে দলটি। ওমারজাইয়ের ২৬ রানই হয়ে থাকে দলের সর্বোচ্চ।
ভারতের হয়ে অনবদ্য বল করেছেন পেসার বুমরাহ। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। ৩টি উইকেট নিয়েছেন আরশদীপও। এছাড়া তিন স্পিনার কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল ভাগ করে নিয়েছেন বাকি ৪ উইকেট।
ব্রিজটাউনে আজ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত। তবে ব্যাট হাতে তিনি এদিন সুবিধা করতে পারেননি। গ্রুপপর্বে বল হাতে দাপট দেখানো ফজলহক ফারুকির বলে ক্যাচ আউট হওয়ার আগে ১৩ বলে করেছেন মাত্র ৮ রান। আরেক ওপেনার বিরাট কোহলিও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। ২৪ রান করতে ২৪ বল খরচ করার পর রশিদ খানের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। এর আগে এই রশিদের বলেই এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন তিনে নামা রিশাভ পান্ত।
৮ ওভার ৩ বলে ৬২ রান তুলতেই ৩ উইকেট হারানা ভারতকে এরপর পথ দেখান সূর্যকুমার। শিভাম দুবেকে নিয়ে ১৪ বলে ২৮ রানের জুটি গড়েন তিনি। তাতে দুবের অবদান মাত্র ১০ রানের। দলীয় ৯০ রানে চার উইকেট হারানো ভারত ইনিংসে সবচেয়ে বড় জুটি গড়ে পঞ্চম উইকেটে। পান্ডিয়াকে নিয়ে ৬০ রান যোগ করেন সূর্যকুমার। এরই মধ্যে ২৭ বলে ফিফটি আদায় করে নেন সূর্যকুমার। ১৭তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ২৮ বলে ৫৩ রান করেন তিনি। দলের সঙ্গে আর ৯ রান যোগ হতে ফেরেন পান্ডিয়াও (২৪ বলে ৩২)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারানো ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৮১ রানে।
আফগানিস্তানের হয়ে এদিন বল হাতে আগুন ঝড়ান অধিনায়ক রশিদ খান। ৪ ওভারে মাত্র ২৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। দুরন্ত ফর্মে থাকা ফজল সমান ওভারে সমান উইকেট নেন। যদিও এজন্য তাকে ৩৩ রান খরচ করতে হয়েছে।