টি-টোয়েন্টি বিশ্বকাপ /
স্বামী স্টার্ককে বাইরে রেখে একাদশ বাছলেন হিলি
চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টে এখন চলছে সুপার এইটের খেলা। তবে এরই মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে নিজের সেরা একাদশ বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। নিজের একাদশে তিনি জায়গা দেননি স্বামী মিচেল স্টার্ককে।
একটি রেডিও অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হ্যাডিনের সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে তাকে সেরা একাদশ বেছে নিতে বলা হয়। পছন্দের একাদশে হিলি শুরুতেই বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও আফগানিস্তানের রাহমানুল্লাহ গুরবাজকে।
ব্যাটার হিসেবে হিলি পরের স্থানগুলোতে বেছে নিয়েছেন ব্রেন্ডন ম্যাকমুলেন, মার্কাস স্টোয়নিস, বাবর আজম, ডেভিড মিলার। অলরাউন্ডার হিসেবে হিলির পছন্দ হার্দিক পান্ডিয়াকে। দুজন লেগ স্পিনার রশিদ খান,অ্যাডাম জাম্পাকে একাদশে রেখেছেন নারী এই ক্রিকেটার। আর দলের মূল দুই পেসার হিসেবে রেখেছেন আনরিখ নোর্কিয়া ও ফজলহক ফারুকিকে।
হিলি দ্বাদশ ব্যক্তি হিসেবে রেখেছেন স্বামী মিচেল স্টার্ককে। স্বামীকে দ্বাদশ ব্যক্তি হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে হিলি বলেছেন, ‘স্টার্ককে দ্বাদশ ব্যক্তি বেছে নিয়েছি কারণ, ও বিরতির সময় পানি নিয়ে ভালো দৌড়তে পারে। আমার মনে হয় চার ওভার বল করার চেয়ে পানি টানতে ও বেশি খুশি হবে। ও এই কাজটা সত্যিই ভালো করে।’
অনুষ্ঠানটির একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। হিলির উত্তর শুনে অনুষ্ঠানে উপস্থিত সকলে হেসে ফেলেন।