বাংলাদেশ-ভারতের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে এলে শুরু হবে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজের ব্যস্ততা। আগামী আগস্টে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। তার পরে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে যাবে টাইগাররা। যেখানে তারা ভারতের বিপক্ষে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলবে।
প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর, কানপুরে। দুইটি টেস্টই ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫’-এর অংশ।
টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে তার পরের মাসে। আগামী ৬, ৯ এবং ১২ অক্টোবর ভিন্ন তিনটি ভেন্যুতে হবে এই তিন ম্যাচ। এর মধ্যে প্রথমটি ধর্মশালা, দ্বিতীয়টি দিল্লি ও তৃতীয় ম্যাচটি হবে হায়দরাবাদে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। সেবারও দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলেছিল দুই দল। সিরিজের দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ২ ম্যাচে হেরে খোয়াতে হয়েছে সিরিজ।