প্রথম ম্যাচে হারের পর আলবেনিয়ার সঙ্গে ড্র, বিপদে ক্রোয়েশিয়া
চলমান ইউরো চ্যাম্পিয়নশিপটা ভালো কাটছে না ক্রোয়েশিয়ার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্পেনের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল দলটি। এবার র্যাঙ্কিংয়ে ৫৬ ধাপ পিছিয়ে থাকা আলবেনিয়ার সঙ্গে অপ্রত্যাশিত ড্র করল লুকা মদ্রিচ-মাতেও কোভাচিচদের দল।
আলবেনিয়ার সঙ্গে এই ড্রয়ে পরবর্তী রাউন্ডে ওঠা নিয়ে শঙ্কায় পড়ল ক্রোয়েশিয়া। কারণ, ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট তাদের। গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে আলবেনিয়ার পরে চতুর্থ স্থানে ক্রোয়েশিয়া। ‘গ্রুপ অব ডেথ’ নামে পরিচিতি পাওয়া ‘বি’ গ্রুপের অন্য দুই দল স্পেন ও ইতালি প্রথম দুই ম্যাচে জয় পেয়ে অনেকটাই সুবিধাজনক স্থানে।
আজ বুধবার হামবুর্গের ভক্সপার্কস্ট্যাডিয়নে কাজিম ল্যাসির গোলে শুরুতেই এগিয়ে যায় ‘আন্ডারডগ’ আলবেনিয়া। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে লুকা মদ্রিচের দুরন্ত পারফরম্যান্সে আলবেনিয়ার অর্ধে আক্রমণের ঢেউ তোলে ক্রোয়েশিয়া। তবে গোল শোধ দেওয়ার জন্য দলটিকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত। আন্তে বুদিমিরের পাসে নিচু শটে আলবেনিয়ার জালে বল জড়ান আন্দ্রেই ক্রামারিচ।
ম্যাচের আর ২ মিনিট যেতে আরও একটি গোল পায় ক্রোয়েশিয়া। তবে এর কৃতিত্ব নিজেদের নয়, নিজেদের জালেই বল জড়ান আলবেনিয়ার রক্ষণাত্মক মিডফিল্ডার ক্লাউস গজাসুলা। ২-১ গোলে এগিয়ে থেকেই নির্ধারিত ৯০ মিনিট শেষ করে ক্রোয়েশিয়া।
ম্যাচে ক্রোয়েশিয়ার জয় যখন প্রায় নিশ্চিত, তখনই আলবেনিয়ার প্রতি আক্রমণ। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে এই গজাসুলাই সমতায় আনেন আলবেনিয়াকে। এর ২ মিনিট পর আবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।