হোয়াইট হাউস থেকে বিশেষ বার্তা পেল যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৪, ২০:০৬
শেয়ার :
হোয়াইট হাউস থেকে বিশেষ বার্তা পেল যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল

যুক্তরাষ্ট্র যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলবে, সেটি টুর্নামেন্ট শুরুর আগে হয়তো কেউই ভাবতে পারেনি। তবে বিশ্বকাপে সবাইকে অবাক করে দিয়ে সুপার এইটে পৌঁছে গেলে যুক্তরাষ্ট্র দল। এমন সাফল্যে ক্রিকেট দলটির জন্য বিশেষ বার্তা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস থেকে। 

আজ বুধবার অ্যান্টিগায় সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের উদ্দেশে এক ভিডিও বার্তায় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ কর্মকর্তা জন কিরবি বলেছেন, ‘তাদেরকে অভিনন্দন। তারা এখন সুপার এইটে। এটি অসাধারণ ব্যাপার। আমরা তাদের সাফল্যে অভিনন্দন জানাচ্ছি। এটা অসাধারণ এবং আমরা উল্লসিত।’

জন কিরবিকে ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেট তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে বলেছে, ‘এত সুন্দর কথার জন্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ কর্মকর্তা জন কিরবিকে ধন্যবাদ। ওয়েস্ট ইন্ডিজে আমাদের আসন্ন ম্যাচগুলোতে এই কথাগুলো আমরা অনুপ্রেরণা হিসেবেই নেব।’

কানাডাকে হারিয়ে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু করে যুক্তরাষ্ট্র। পরের ম্যাচেই ক্রিকেটের বৃহৎ শক্তি পাকিস্তানকে সুপার ওভারে গিয়ে হারিয়ে দেয়। এরপর ভারতের বিপক্ষে ম্যাচ হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হয় মোনাক প্যাটেলদের। ফলে, ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও ৫ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র সুপার এইট্মকর্তা জন কিরবি