বাংলাদেশের যে ক্রিকেটারকে নিয়ে ‘চিন্তা’ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৪, ১৯:৩০
শেয়ার :
বাংলাদেশের যে ক্রিকেটারকে নিয়ে ‘চিন্তা’ অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করে এখন সুপার এইটের দিকে নজর দলগুলোর। দুইটি গ্রুপে ভাগ হয়ে আটটি দল লড়বে সেমিফাইনালের জন্য। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের সঙ্গে আছে বাংলাদেশ। আগামী শুক্রবার ভোরে অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট শুরু করবে অস্ট্রেলিয়া।

গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা আঁটছে অজিরা। বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে অস্ট্রেলিয়া। তাই বিশ্বকাপ দলের বেশিরভাগকেই চেনা তাদের। খেলোয়াড় চেনা থাকলে পরিকল্পনা করে মাঠে নামা যায়। তবে অস্ট্রেলিয়ার চিন্তার কারণ টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। তাছাড়া ক্যারিবিয়ান মাটিতে স্পিনাররাই সাধারণত দাপট দেখিয়ে থাকেন। 

এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া রিশাদ। নবাগত হওয়ায় তাকে খেলা দেখার সুযোগও খুব বেশি পায়নি অস্ট্রেলিয়া। চলমান বিশ্বকাপে রিশাদ আছেন দুর্দান্ত ফর্মে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেওয়ায় তার জুড়ি মেলার ভার। গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ জয়ে দারুণ অবদান রেখেছেন রিশাদ। ৪ ম্যাচে ইকোনমি সাতের নিচে রেখে নিয়েছেন ৭ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশের বড় ভরসা রিশাদ। 

অস্ট্রেলিয়া দলের হার্ড হিটার ব্যাটার টিম ডেভিড রিশাদকে নিয়ে বলেন‘আমার মনে হয় না, আমাদের দলের কেউ তার (রিশাদ) বিপক্ষে খেলেছে। তবে আমরা তাকে আক্রমণ করেই খেলব।’

ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনও কিছুটা পারেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ার মূল লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে লেগ স্পিনে জুটি বেধে দলকে জেতাতে চান ডেভিড। ২০ ওভার ফিল্ডিং করার চেয়ে ডেভিডের কাছে বোলিংই বরং বেশি উপভোগ্য।