ইংরেজিতে সবই বুঝতে পারেন মেসি, বলতে পারেন কম
লিওনেল মেসির জন্মস্থান ও শৈশবে বেড়ে ওঠার জায়গা আর্জেন্টিনার ভাষা স্প্যানিশ। তরুণ বয়সে বার্সেলোনায় পাড়ি দিয়েছেন তিনি। ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কেটেছে সেখানে। বার্সেলোনা ক্লাব অবস্থিত যে কাতালুনিয়ায়, সেখানকার ভাষাও স্প্যানিশ। তাই বহু ভাষাভাষি হওয়ার দরকার পড়েনি মেসির।
২০২১ সালে বার্সেলোনার আর্থিক জটিলতার কারণে ক্লাব ছাড়তে হয় মেসিকে। যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। সেখানে দুই বছর কাটিয়ে গত বছর যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। এখানকার মূল ভাষা ইংরেজি। ক্লাবটিতে যোগ দিয়ে ইংরেজি বলার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন মেসি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, তিনি ইংরেজিতে সবই বুঝতে পারেন, তবে বলতে গেলে বিব্রতকর অবস্থায় পড়ে যান। আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, ‘আমি ইংরেজিতে সবকিছু বা প্রায় সবকিছুই বুঝি। কিন্তু সংকোচ ছাড়া বলতে পারি না। তবে আমার মনে হচ্ছে আমি আসলেই পারব।’
ইন্টার মায়ামি তারকা মেসিকে সম্প্রতি উইল স্মিথ অভিনীত ব্যাড বয়েজ চলচ্চিত্রের একটি প্রচারণামূলক ভিডিওতে দেখা গেছে। সেখানে মেসি তার ইংরেজি দক্ষতা দেখিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
মেসির ইন্টার মায়ামি সতীর্থ জুলিয়ান গ্রেসেলও বলেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার আচরণ লাজুক হলেও রসিকতা করার জন্য যথেষ্ট ইংরেজি ভাষা ব্যবহার করতেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, মেসি আমার সঙ্গে খুব বেশি কথা বলেন না এবং যদি বলে তাহলে তাতে স্প্যানিশ মেশানো থাকে। আমি আবার স্প্যানিশ বেশিরভাগই বুঝি।’